গাজীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যায় জড়িত থাকা ও প্ররোচণার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে দুটি হত্যা মামলা রুজু করা হয়েছে। একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শাজাহান খানসহ ৪০০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে অন্য এক মামলায় সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী, নৌ পরিবহনমন্ত্রীসহ ৩১৬ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার কালিয়াকৈর থানায় মামলা দুটি নথিভুক্ত করা হয়।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শহীদদের নামের তালিকায় বগুড়ার মাহফুজ ও নেত্রকোনার রোস্তম মিয়ার নাম আছে। কিন্তু তাঁদের বিষয়ে কোনো মামলা ইতিপূর্বে হয়নি। তাই তাঁদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর আনসার একাডেমি ঘেরাও করে স্থানীয় ছাত্র-জনতা। এ সময় আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটা করা হয়। এ সময় বেশ কয়েকজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন বগুড়া সদর থানার কুটুরবাড়ী মধ্যপাড়া এলাকার মজনু প্রামাণিকের ছেলে মো. মাহফুজ (৩৫) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার নারাচাতল গ্রামের মো. রোস্তম মিয়া (৪৬)।
এ ঘটনায় নিহত মাহফুজের ভাই আপেল মাহমুদ আদালতের শরণাপন্ন হয়ে ৩০ মে বাদী হয়ে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করেছিলেন। পরে আদালতের নির্দেশে কালিয়াকৈর থানায় মামলাটি করা হয়।
মাহফুজ হত্যা মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী।
মাহফুজের ভাই আপেল মাহমুদের দাবি, মাহফুজ স্থানীয় ইন্টার সফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার কর্মী ছিলেন। ঘটনার দিন বিকেলে কাজ শেষে মাহফুজ ছাত্র-জনতার মিছিলে যোগ দেন এবং সেখানেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
অপরদিকে নিহত রোস্তম মিয়ার স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে গত সোমবার কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
রোস্তম মিয়া হত্যা মামলায় ৩১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান জানান, মামলা হয়েছে। এখন তদন্ত কর্মকর্তা তদন্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁরা ব্যবস্থা নেবেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যায় জড়িত থাকা ও প্ররোচণার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে দুটি হত্যা মামলা রুজু করা হয়েছে। একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শাজাহান খানসহ ৪০০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে অন্য এক মামলায় সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী, নৌ পরিবহনমন্ত্রীসহ ৩১৬ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার কালিয়াকৈর থানায় মামলা দুটি নথিভুক্ত করা হয়।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শহীদদের নামের তালিকায় বগুড়ার মাহফুজ ও নেত্রকোনার রোস্তম মিয়ার নাম আছে। কিন্তু তাঁদের বিষয়ে কোনো মামলা ইতিপূর্বে হয়নি। তাই তাঁদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর আনসার একাডেমি ঘেরাও করে স্থানীয় ছাত্র-জনতা। এ সময় আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটা করা হয়। এ সময় বেশ কয়েকজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন বগুড়া সদর থানার কুটুরবাড়ী মধ্যপাড়া এলাকার মজনু প্রামাণিকের ছেলে মো. মাহফুজ (৩৫) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার নারাচাতল গ্রামের মো. রোস্তম মিয়া (৪৬)।
এ ঘটনায় নিহত মাহফুজের ভাই আপেল মাহমুদ আদালতের শরণাপন্ন হয়ে ৩০ মে বাদী হয়ে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করেছিলেন। পরে আদালতের নির্দেশে কালিয়াকৈর থানায় মামলাটি করা হয়।
মাহফুজ হত্যা মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী।
মাহফুজের ভাই আপেল মাহমুদের দাবি, মাহফুজ স্থানীয় ইন্টার সফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার কর্মী ছিলেন। ঘটনার দিন বিকেলে কাজ শেষে মাহফুজ ছাত্র-জনতার মিছিলে যোগ দেন এবং সেখানেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
অপরদিকে নিহত রোস্তম মিয়ার স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে গত সোমবার কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
রোস্তম মিয়া হত্যা মামলায় ৩১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান জানান, মামলা হয়েছে। এখন তদন্ত কর্মকর্তা তদন্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁরা ব্যবস্থা নেবেন।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে