কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে একটি চক্রের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামে ‘ভুয়া প্রকল্পে শিক্ষা বৃত্তি ও চাকরির প্রলোভন’ দিয়ে শত শত নারীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এঘটনায় খন্দকার সালমা শওমী (৩৫), তাঁর বোন শাহানাজ খন্দকার শাহীনকর (৪০), তাঁদের দুই সহযোগী তিলক দেওয়ান (৩৫) ও বিনা দেওয়ানকে (৫৫) আসামি করে থানায় মামলা হয়েছে।
এই মামলায় বিনা দেওয়ানকে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান।
মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু থিম এন্ড থিংক পার্ক, শাহীন টিউটোরিয়াল ও হাসুমনি’র সম্প্রীতি নামক অনুমোদনহীন তিনটি প্রকল্প পরিচালনা করে শিক্ষা বৃত্তি ও চাকরির প্রলোভন দেখিয়ে স্থানীয় শত শত নারীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন দুই বোন খন্দকার সালমা শওমী ও শাহানাজ খন্দকার শাহীন। এসব প্রকল্পে ১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে তিন শতাধিক নারীর কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে জামানত হিসেবে ১২ হাজার ও বিভিন্ন সময়ে বিভিন্ন খাত দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। তবে নিয়োগকৃতদের কোনো বেতনভাতা দেওয়া হয়নি।
এ ছাড়াও চক্রটি বিভিন্ন স্কুলে শিক্ষা বৃত্তির নামে প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে ফরম ও নিবন্ধন বাবদ ৪০০ টাকা করে নিয়েছে, কিন্ত বৃত্তি দেয়নি। অন্যদিকে শাহীন টিউটোরিয়াল প্রকল্পের নামে ‘হস্তশিল্পে কাজ দেওয়ার’ কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কোটি টাকা। ভুক্তভোগীরা তাঁদের পাওনা টাকা চাইতে গেলে শওমীর স্বামী ও তাঁর শ্বাশুরি প্রাণনাশসহ নানান হুমকি দিতেন।
মামলার বাদী শাহিনুর আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আমার আর্থিক অস্বচ্ছলতার কারণে চাকরি খুঁজছিলাম। ঠিক সেই সময়ে জানতে পারি ‘বঙ্গবন্ধু থিম এন্ড থিংক পার্ক’ নামের প্রকল্পে জনবল নিয়োগ দেওয়া হবে। আমি ১২ হাজার টাকা জামানত দিয়ে চাকরিতে যোগ দেই। চাকরি স্থায়ী ও সরকারিকরণসহ নানা অযুহাতে কয়েক দফায় বেশকিছু টাকা হাতিয়ে নেয় চক্রটি।’
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম মিয়া বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুরের কালীগঞ্জে একটি চক্রের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামে ‘ভুয়া প্রকল্পে শিক্ষা বৃত্তি ও চাকরির প্রলোভন’ দিয়ে শত শত নারীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এঘটনায় খন্দকার সালমা শওমী (৩৫), তাঁর বোন শাহানাজ খন্দকার শাহীনকর (৪০), তাঁদের দুই সহযোগী তিলক দেওয়ান (৩৫) ও বিনা দেওয়ানকে (৫৫) আসামি করে থানায় মামলা হয়েছে।
এই মামলায় বিনা দেওয়ানকে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান।
মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু থিম এন্ড থিংক পার্ক, শাহীন টিউটোরিয়াল ও হাসুমনি’র সম্প্রীতি নামক অনুমোদনহীন তিনটি প্রকল্প পরিচালনা করে শিক্ষা বৃত্তি ও চাকরির প্রলোভন দেখিয়ে স্থানীয় শত শত নারীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন দুই বোন খন্দকার সালমা শওমী ও শাহানাজ খন্দকার শাহীন। এসব প্রকল্পে ১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে তিন শতাধিক নারীর কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে জামানত হিসেবে ১২ হাজার ও বিভিন্ন সময়ে বিভিন্ন খাত দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। তবে নিয়োগকৃতদের কোনো বেতনভাতা দেওয়া হয়নি।
এ ছাড়াও চক্রটি বিভিন্ন স্কুলে শিক্ষা বৃত্তির নামে প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে ফরম ও নিবন্ধন বাবদ ৪০০ টাকা করে নিয়েছে, কিন্ত বৃত্তি দেয়নি। অন্যদিকে শাহীন টিউটোরিয়াল প্রকল্পের নামে ‘হস্তশিল্পে কাজ দেওয়ার’ কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কোটি টাকা। ভুক্তভোগীরা তাঁদের পাওনা টাকা চাইতে গেলে শওমীর স্বামী ও তাঁর শ্বাশুরি প্রাণনাশসহ নানান হুমকি দিতেন।
মামলার বাদী শাহিনুর আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আমার আর্থিক অস্বচ্ছলতার কারণে চাকরি খুঁজছিলাম। ঠিক সেই সময়ে জানতে পারি ‘বঙ্গবন্ধু থিম এন্ড থিংক পার্ক’ নামের প্রকল্পে জনবল নিয়োগ দেওয়া হবে। আমি ১২ হাজার টাকা জামানত দিয়ে চাকরিতে যোগ দেই। চাকরি স্থায়ী ও সরকারিকরণসহ নানা অযুহাতে কয়েক দফায় বেশকিছু টাকা হাতিয়ে নেয় চক্রটি।’
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম মিয়া বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
২২ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
৩০ মিনিট আগে
দেশে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আমদানিকারকদের একটি অংশ কর্তৃক অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত লাইটার জাহাজগুলোকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জামায়েত করার কারণে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
১ ঘণ্টা আগে