কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে আমড়াগাছ থেকে রাকিব মিয়া (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের দামপাড়া গ্রামের আব্দুল্লাহর লেয়ার মুরগির ফার্মের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাকিব মিয়া সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের কড়িয়াইল গ্রামের কৃষক বাবুল মিয়ার ছেলে। রাকিবের পরিবারের দাবি, হত্যার পর লাশ আমড়াগাছে ঝুলিয়ে রাখা হয়েছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের দামপাড়া গ্রামের আব্দুল্লাহর লেয়ার মুরগির ফার্মে পাহারাদার হিসেবে আট মাস ধরে চাকরি করত রাকিব মিয়া। প্রতি শুক্রবার ছুটিতে বাড়িতে যেত। এই শুক্রবারেও বাড়ি আসার কথা ছিল।
কিন্তু বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে লেয়ার মুরগির ফার্মের মালিক আব্দুল্লাহ কড়িয়াল গ্রামে রাকিবের বাড়িতে গিয়ে জানান, রাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে মোটরসাইকেলে করে স্বজনেরা খোঁজাখুঁজি করে আব্দুল্লাহর লেয়ার মুরগির ফার্মের পাশেই আমড়াগাছে রাকিবের মরদেহ দেখতে পান। পুলিশ এসে রাকিবের মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
রাকিবের ভাই ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাইয়ের কোনো শত্রু নাই। আমাদের পারিবারিক কোনো চাপও নাই। খবর শুনে আমরা গিয়ে দেখি খামারের পাশেই একটি আমড়াগাছে ভাইয়ের মরদেহ ঝুলে আছে। এ সময় দেখি রাকিবের শরীরে বিভিন্ন অংশে কাদা লেগে আছে। তার পরনের প্যান্টও খোলা। যে অবস্থায় তাকে দেখলাম তাতে আত্মহত্যা মনে হয় না। আমার ভাইরে মাইরা ফেলাইছে। লাশ যেভাবে গাছে ঝুইলা ছিল, সেইটা দেখলেই বোঝা যায় আমার ভাইরে মাইরা ফেলছে।’
রাকিবের চাচাতো ভাই নূর মোহাম্মদ বলেন, ‘ আট মাস আগে থেকে সাড়ে আট হাজার টাকা বেতনে দামপাড়া এলাকায় আব্দুল্লাহর খামারে কাজ শুরু করে রাকিব। এর পর থেকে সেখানেই থাকত। খামারে কাজ শুরুর এক মাস পর থেকে আব্দুল্লাহর বড় ভাই মো. তাজুল ইসলামের মেয়ের সঙ্গে রাকিবের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে খামার মালিক আব্দুল্লাহ এবং তার বড় ভাই মো. তাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল। এসব ঘটনা গত এক মাস পূর্বে রাকিবের মাকে জানিয়েছিল আব্দুল্লাহ। পরে রাকিবের পরিবারের লোকজন তাকে শাসন করেছিল।’
এরপর বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে খামারের মালিক আব্দুল্লাহ তাঁদের বাড়িতে গিয়ে বলেন, রাকিবকে পাওয়া যাচ্ছে না। এ সময় আব্দুল্লাহর সঙ্গেই রওনা হন তাঁরা। পরে সেখানে গিয়ে দেখেন খামারের প্রায় দেড় শ গজ সামনে একটি আমড়াগাছে রাকিবের মরদেহ ঝুলছে।
পরিবারের দাবি, রাতের কোনো একসময়ে রাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে বিষয়টি ধামাচাপা দিতেই গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন তাঁরা।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জে আমড়াগাছ থেকে রাকিব মিয়া (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের দামপাড়া গ্রামের আব্দুল্লাহর লেয়ার মুরগির ফার্মের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাকিব মিয়া সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের কড়িয়াইল গ্রামের কৃষক বাবুল মিয়ার ছেলে। রাকিবের পরিবারের দাবি, হত্যার পর লাশ আমড়াগাছে ঝুলিয়ে রাখা হয়েছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের দামপাড়া গ্রামের আব্দুল্লাহর লেয়ার মুরগির ফার্মে পাহারাদার হিসেবে আট মাস ধরে চাকরি করত রাকিব মিয়া। প্রতি শুক্রবার ছুটিতে বাড়িতে যেত। এই শুক্রবারেও বাড়ি আসার কথা ছিল।
কিন্তু বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে লেয়ার মুরগির ফার্মের মালিক আব্দুল্লাহ কড়িয়াল গ্রামে রাকিবের বাড়িতে গিয়ে জানান, রাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে মোটরসাইকেলে করে স্বজনেরা খোঁজাখুঁজি করে আব্দুল্লাহর লেয়ার মুরগির ফার্মের পাশেই আমড়াগাছে রাকিবের মরদেহ দেখতে পান। পুলিশ এসে রাকিবের মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
রাকিবের ভাই ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাইয়ের কোনো শত্রু নাই। আমাদের পারিবারিক কোনো চাপও নাই। খবর শুনে আমরা গিয়ে দেখি খামারের পাশেই একটি আমড়াগাছে ভাইয়ের মরদেহ ঝুলে আছে। এ সময় দেখি রাকিবের শরীরে বিভিন্ন অংশে কাদা লেগে আছে। তার পরনের প্যান্টও খোলা। যে অবস্থায় তাকে দেখলাম তাতে আত্মহত্যা মনে হয় না। আমার ভাইরে মাইরা ফেলাইছে। লাশ যেভাবে গাছে ঝুইলা ছিল, সেইটা দেখলেই বোঝা যায় আমার ভাইরে মাইরা ফেলছে।’
রাকিবের চাচাতো ভাই নূর মোহাম্মদ বলেন, ‘ আট মাস আগে থেকে সাড়ে আট হাজার টাকা বেতনে দামপাড়া এলাকায় আব্দুল্লাহর খামারে কাজ শুরু করে রাকিব। এর পর থেকে সেখানেই থাকত। খামারে কাজ শুরুর এক মাস পর থেকে আব্দুল্লাহর বড় ভাই মো. তাজুল ইসলামের মেয়ের সঙ্গে রাকিবের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে খামার মালিক আব্দুল্লাহ এবং তার বড় ভাই মো. তাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল। এসব ঘটনা গত এক মাস পূর্বে রাকিবের মাকে জানিয়েছিল আব্দুল্লাহ। পরে রাকিবের পরিবারের লোকজন তাকে শাসন করেছিল।’
এরপর বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে খামারের মালিক আব্দুল্লাহ তাঁদের বাড়িতে গিয়ে বলেন, রাকিবকে পাওয়া যাচ্ছে না। এ সময় আব্দুল্লাহর সঙ্গেই রওনা হন তাঁরা। পরে সেখানে গিয়ে দেখেন খামারের প্রায় দেড় শ গজ সামনে একটি আমড়াগাছে রাকিবের মরদেহ ঝুলছে।
পরিবারের দাবি, রাতের কোনো একসময়ে রাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে বিষয়টি ধামাচাপা দিতেই গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন তাঁরা।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
২০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
২৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
২৬ মিনিট আগে
মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে