কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৭৩)। তিনি একই এলাকার মৃত মফেজ মণ্ডলের ছেলে এবং স্থানীয় খেজুরতলা খানপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী চালক ও সহযোগীকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে চালক ও সহযোগীকে হেফাজতে নিয়েছেন। পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুনবী আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় কুষ্টিয়া থেকে একটি পাথরবোঝাই ট্রাক চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। নওদাপাড়া বিশার মোড় এলাকায় পেছন থেকে ট্রাকটি মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটি আটকে চালক ও সহযোগীকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ তাদের উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।
জানতে চাইলে ক্যাম্প ইনচার্জ এসআই নুরুনবী আজকের পত্রিকাকে বলেন, উত্তেজিত এলাকাবাসী ট্রাকের চালক ও সহযোগীকে মারধর করেছে। তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা পুলিশের হেফাজতে আছেন। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এখন নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৭৩)। তিনি একই এলাকার মৃত মফেজ মণ্ডলের ছেলে এবং স্থানীয় খেজুরতলা খানপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী চালক ও সহযোগীকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে চালক ও সহযোগীকে হেফাজতে নিয়েছেন। পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুনবী আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় কুষ্টিয়া থেকে একটি পাথরবোঝাই ট্রাক চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। নওদাপাড়া বিশার মোড় এলাকায় পেছন থেকে ট্রাকটি মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটি আটকে চালক ও সহযোগীকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ তাদের উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।
জানতে চাইলে ক্যাম্প ইনচার্জ এসআই নুরুনবী আজকের পত্রিকাকে বলেন, উত্তেজিত এলাকাবাসী ট্রাকের চালক ও সহযোগীকে মারধর করেছে। তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা পুলিশের হেফাজতে আছেন। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এখন নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৮ ঘণ্টা আগে