নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান রোড এলাকায় স্বামী শামীম মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করেন স্ত্রী বানু বেগম (৩১)। তিনি নিজেই বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানান। বানু বেগম জানান, তিনি তাঁর স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন, এখন তিনি আত্মসমর্পণ করতে চান।
আজ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। শামীম-বানু দুজনেরই এটি দ্বিতীয় সংসার ছিল। দুই-তিন মাস আগে তাঁরা বিয়ে করেন। বিয়ের তিন মাস না যেতেই এমন ঘটনা ঘটল।
বাড়ির মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম ও রানু মাত্র তিন দিন আগে ভাড়া বাসায় ওঠেন। তাঁদের বাসায় কোনো আসবাব ছিল না। গতকাল বুধবার রাত ১০টা থেকে তাঁদের দুজনের ঝগড়া শুরু হয়। যা গভীর রাত পর্যন্ত চলে। এই ঝগড়ার একপর্যায়ে রুমে থাকা বঁটি দিয়ে শামীমের পিঠে, গলা ও ঘাড়ে আঘাত করেন স্ত্রী বানু। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে শামীমকে কুপিয়ে হত্যা করেন বানু। এ ছাড়া ঘটনার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সেটি আরও খতিয়ে দেখা হবে।
জানা গেছে, শামীম মিয়ার আগের সংসারে স্ত্রী ও তিন সন্তান আছে। আর বানু বেগমও বিবাহিত ছিলেন। তাঁর একটি ছেলেসন্তান আছে। সেই সন্তান সাবেক স্বামীর মায়ের কাছে থাকে। সন্তানকে ঢাকায় আনার বিষয় নিয়ে স্বামী শামীমের সঙ্গে তাঁর ঝগড়া চলছিল। হত্যার পেছনে এটিও একটি কারণ হতে পারে বলে ধারণা করছে থানা-পুলিশ।
মোহাম্মদপুর থানায় বসে নিহত শামীমের বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার ছেলে দ্বিতীয় বিয়ে করেছে—এ খবর আমরা জানতাম না। আগের ঘরে ছোট ছোট তিনটি সন্তান রয়েছে। মুক্তাগাছা এলাকায় আমার ছেলের বালুমাটির ব্যবসা রয়েছে।’
শামীমের বাবা আরও বলেন, ‘পাশের এলাকার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বলে শুনেছি। পরে আমরা মেয়েটিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে সম্পর্কের কথা অস্বীকার করে জানায়, শামীমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অথচ এই মেয়েই আমার ছেলেকে ফুসলিয়ে ঢাকায় এনে হত্যা করেছে।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত শামীমের দ্বিতীয় স্ত্রী বানু। তাঁরা দুই–তিন মাস আগে বিয়ে করে। কয়েক দিন আগে এই বাসায় ওঠে। তাঁদের কোনো সন্তান নেই। নিহতের প্রথম স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়ি ময়মনসিংহে থাকে। গ্রেপ্তার বানু বেগমেরও আগে সংসার ও সন্তান রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এসে মামলা করলে নারীকে আদালতে তোলা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়টি দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান রোড এলাকায় স্বামী শামীম মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করেন স্ত্রী বানু বেগম (৩১)। তিনি নিজেই বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানান। বানু বেগম জানান, তিনি তাঁর স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন, এখন তিনি আত্মসমর্পণ করতে চান।
আজ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। শামীম-বানু দুজনেরই এটি দ্বিতীয় সংসার ছিল। দুই-তিন মাস আগে তাঁরা বিয়ে করেন। বিয়ের তিন মাস না যেতেই এমন ঘটনা ঘটল।
বাড়ির মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম ও রানু মাত্র তিন দিন আগে ভাড়া বাসায় ওঠেন। তাঁদের বাসায় কোনো আসবাব ছিল না। গতকাল বুধবার রাত ১০টা থেকে তাঁদের দুজনের ঝগড়া শুরু হয়। যা গভীর রাত পর্যন্ত চলে। এই ঝগড়ার একপর্যায়ে রুমে থাকা বঁটি দিয়ে শামীমের পিঠে, গলা ও ঘাড়ে আঘাত করেন স্ত্রী বানু। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে শামীমকে কুপিয়ে হত্যা করেন বানু। এ ছাড়া ঘটনার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সেটি আরও খতিয়ে দেখা হবে।
জানা গেছে, শামীম মিয়ার আগের সংসারে স্ত্রী ও তিন সন্তান আছে। আর বানু বেগমও বিবাহিত ছিলেন। তাঁর একটি ছেলেসন্তান আছে। সেই সন্তান সাবেক স্বামীর মায়ের কাছে থাকে। সন্তানকে ঢাকায় আনার বিষয় নিয়ে স্বামী শামীমের সঙ্গে তাঁর ঝগড়া চলছিল। হত্যার পেছনে এটিও একটি কারণ হতে পারে বলে ধারণা করছে থানা-পুলিশ।
মোহাম্মদপুর থানায় বসে নিহত শামীমের বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার ছেলে দ্বিতীয় বিয়ে করেছে—এ খবর আমরা জানতাম না। আগের ঘরে ছোট ছোট তিনটি সন্তান রয়েছে। মুক্তাগাছা এলাকায় আমার ছেলের বালুমাটির ব্যবসা রয়েছে।’
শামীমের বাবা আরও বলেন, ‘পাশের এলাকার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বলে শুনেছি। পরে আমরা মেয়েটিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে সম্পর্কের কথা অস্বীকার করে জানায়, শামীমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অথচ এই মেয়েই আমার ছেলেকে ফুসলিয়ে ঢাকায় এনে হত্যা করেছে।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত শামীমের দ্বিতীয় স্ত্রী বানু। তাঁরা দুই–তিন মাস আগে বিয়ে করে। কয়েক দিন আগে এই বাসায় ওঠে। তাঁদের কোনো সন্তান নেই। নিহতের প্রথম স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়ি ময়মনসিংহে থাকে। গ্রেপ্তার বানু বেগমেরও আগে সংসার ও সন্তান রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এসে মামলা করলে নারীকে আদালতে তোলা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়টি দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৬ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে