নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ আমন ধান উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলি।
কৃষিমন্ত্রী বলেন, ‘এবার আমনের বাম্পার ফলন হয়েছে। আষাঢ় মাসে মাত্র একদিন বৃষ্টি হওয়ার পরেও সবাই আমনের উৎপাদন নিয়ে আতঙ্কিত ছিল কিন্তু শেষ পর্যন্ত কৃষকেরা সফল হয়েছেন। আমন উৎপাদন লক্ষ্য ক্ষমতা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫০ থেকে ১ কোটি ৬০ লাখ মেট্রিক টন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে খাদ্য সংকট হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন এজেন্সিগুলো। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং জাতিসংঘ যেসব দেশে খাদ্যঘাটতি আছে তাদের খাদ্য সহায়তা করে থাকে। গত ১২ থেকে ১৫ বছরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের থেকে কোন খাদ্য সহায়তা বাংলাদেশ চায়নি।’
কৃষিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশেই তারা খাদ্যসহায়তা করে থাকে। তারা বলেছে বাংলাদেশের খাদ্যঘাটতি হবে না।’
প্রতিবছর তেল বীজ ও ভোজ্যতেল আমদানি করা হচ্ছে আড়াই থেকে তিন বিলিয়ন মার্কিন ডলার জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যাতে সয়াবিন ও পাম তেল আমদানি করতে না হয় সে জন্য আমন ওঠার সঙ্গে সঙ্গে কৃষকেরা সরিষা আবাদ করছেন। ভবিষ্যতে ভোজ্যতেলে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হওয়ার পথে এগোচ্ছে।’

বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ আমন ধান উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলি।
কৃষিমন্ত্রী বলেন, ‘এবার আমনের বাম্পার ফলন হয়েছে। আষাঢ় মাসে মাত্র একদিন বৃষ্টি হওয়ার পরেও সবাই আমনের উৎপাদন নিয়ে আতঙ্কিত ছিল কিন্তু শেষ পর্যন্ত কৃষকেরা সফল হয়েছেন। আমন উৎপাদন লক্ষ্য ক্ষমতা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫০ থেকে ১ কোটি ৬০ লাখ মেট্রিক টন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে খাদ্য সংকট হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন এজেন্সিগুলো। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং জাতিসংঘ যেসব দেশে খাদ্যঘাটতি আছে তাদের খাদ্য সহায়তা করে থাকে। গত ১২ থেকে ১৫ বছরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের থেকে কোন খাদ্য সহায়তা বাংলাদেশ চায়নি।’
কৃষিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশেই তারা খাদ্যসহায়তা করে থাকে। তারা বলেছে বাংলাদেশের খাদ্যঘাটতি হবে না।’
প্রতিবছর তেল বীজ ও ভোজ্যতেল আমদানি করা হচ্ছে আড়াই থেকে তিন বিলিয়ন মার্কিন ডলার জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যাতে সয়াবিন ও পাম তেল আমদানি করতে না হয় সে জন্য আমন ওঠার সঙ্গে সঙ্গে কৃষকেরা সরিষা আবাদ করছেন। ভবিষ্যতে ভোজ্যতেলে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হওয়ার পথে এগোচ্ছে।’

বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবর।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যা মোট শিক্ষার্থীর ৩৪ শতাংশ। এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত ‘ডি-১’ উপ-ইউনিটের ফলও প্রকাশিত হয়েছে।
৪২ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তবর্তী ইছামতী নদীর বাংলাদেশ অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। জুয়েল রানা ওই গ্রামের আনারুল হকের ছেলে। জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে বিজিবি জানায়।
১ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত হয়।
২ ঘণ্টা আগে