ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ আসনে পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে দুর্গাপুর ওমেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আজিজ শেখ (৩০)। গুরুতর অবস্থায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে ওমেদিয়া বাজারে এ কে আজাদের ইগল প্রতীকের পোস্টার লাগানোর সময় রুহুল ও টিপুর নেতৃত্বে চার-পাঁচ যুবক আজিজ শেখের ওপর হামলা করে। তারা সেখানে ইগলের কোনো পোস্টার লাগানো যাবে না বলে হুমকি দেয় এবং পিটিয়ে তাঁর এক পা ভেঙে দেয়। তা ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে টহল পুলিশের দুটি দল ঘটনাস্থল ওমেদিয়া বাজারে অবস্থান করছে। এর আগে একই বাজারে শহিদের চায়ের দোকানসংলগ্ন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের ইগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে তালা লাগিয়ে দেয় নৌকার সমর্থকেরা।
আহত আজিজের ভাই মো. মাসুদ শেখ বলেন, ‘আমার ভাই ইগল মার্কার পোস্টার টানাতে গেছে। এ সময় স্থানীয় দুর্গাপুরের রুবেল এবং টিপু লাঠি দিয়ে আঘাত করে। তাতে আমার ভাই রাস্তায় পড়ে গেলে আরও চার-পাঁচজনে মিলে তাকে পেটাতে থাকে। আর বলে, আর করবি আজাদের নির্বাচন? তারা এ সময় আমার ভাইয়ের মাথায় দা দিয়ে একটি কোপ মেরে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে খবর দেয় এবং আজিজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলেছে ডাক্তার। আমরা থানায় মামলা করব।’
তবে এ বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দুপুরে ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে ইগল মার্কার পোস্টার লাগানোর সময় নৌকার সমর্থকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইগল মার্কার সমর্থক একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’
সালাউদ্দিন আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে যেই হোক, আইনশৃঙ্খলার অবনতিকারীদের ছাড় দেওয়া হবে না।’

ফরিদপুর-৩ আসনে পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে দুর্গাপুর ওমেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আজিজ শেখ (৩০)। গুরুতর অবস্থায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে ওমেদিয়া বাজারে এ কে আজাদের ইগল প্রতীকের পোস্টার লাগানোর সময় রুহুল ও টিপুর নেতৃত্বে চার-পাঁচ যুবক আজিজ শেখের ওপর হামলা করে। তারা সেখানে ইগলের কোনো পোস্টার লাগানো যাবে না বলে হুমকি দেয় এবং পিটিয়ে তাঁর এক পা ভেঙে দেয়। তা ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে টহল পুলিশের দুটি দল ঘটনাস্থল ওমেদিয়া বাজারে অবস্থান করছে। এর আগে একই বাজারে শহিদের চায়ের দোকানসংলগ্ন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের ইগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে তালা লাগিয়ে দেয় নৌকার সমর্থকেরা।
আহত আজিজের ভাই মো. মাসুদ শেখ বলেন, ‘আমার ভাই ইগল মার্কার পোস্টার টানাতে গেছে। এ সময় স্থানীয় দুর্গাপুরের রুবেল এবং টিপু লাঠি দিয়ে আঘাত করে। তাতে আমার ভাই রাস্তায় পড়ে গেলে আরও চার-পাঁচজনে মিলে তাকে পেটাতে থাকে। আর বলে, আর করবি আজাদের নির্বাচন? তারা এ সময় আমার ভাইয়ের মাথায় দা দিয়ে একটি কোপ মেরে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে খবর দেয় এবং আজিজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলেছে ডাক্তার। আমরা থানায় মামলা করব।’
তবে এ বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দুপুরে ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে ইগল মার্কার পোস্টার লাগানোর সময় নৌকার সমর্থকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইগল মার্কার সমর্থক একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’
সালাউদ্দিন আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে যেই হোক, আইনশৃঙ্খলার অবনতিকারীদের ছাড় দেওয়া হবে না।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে