নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দুই সিটিতে পরিচালিত অভিযানের দ্বিতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত খাজাবাবা পরিবহন ও গ্রীন ঢাকা পরিবহনের দুটি বাসের রুট পারমিট স্থগিত করেছে। এ ছাড়া দুই সিটির ভ্রাম্যমাণ আদালতে ২৫ বাসকে ৭৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুই বাসের রুট পারমিট স্থগিতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে ঢাকা উত্তর সিটির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, এই দুইটি বাস দীর্ঘ দিন থেকে ঢাকার বাইরের রুট পারমিট নিয়ে ঢাকা শহরের মধ্যে চলাচল করে আসছিল।
অভিযানের দ্বিতীয় দিন ঢাকা দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালতে দশটি বাসকে ৪৩ হাজার ২০০ টাকা এবং উত্তর সিটিতে ১৫টি বাসকে ৩৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ভিক্টর ক্লাসিক পরিবহনকে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০০ টাকা জরিমানা করা হয়েছে। দুই সিটির গুলিস্তান ও মিরপুর এলাকায় সোমবার একযোগে অভিযান পরিচালনা করা হয়। গাড়ির ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্স টোকেন না থাকায় এসব পরিবহনকে জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
ঢাকা দক্ষিণ সিটির অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন। উত্তর সিটির অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
গতকাল দুই সিটিতে অভিযান চালিয়ে ২২ বাসকে ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দুই দিনে মোট জরিমানা করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১১ শত টাকা। আরও ২৮ দিন এই অভিযান চলবে।

বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দুই সিটিতে পরিচালিত অভিযানের দ্বিতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত খাজাবাবা পরিবহন ও গ্রীন ঢাকা পরিবহনের দুটি বাসের রুট পারমিট স্থগিত করেছে। এ ছাড়া দুই সিটির ভ্রাম্যমাণ আদালতে ২৫ বাসকে ৭৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুই বাসের রুট পারমিট স্থগিতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে ঢাকা উত্তর সিটির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, এই দুইটি বাস দীর্ঘ দিন থেকে ঢাকার বাইরের রুট পারমিট নিয়ে ঢাকা শহরের মধ্যে চলাচল করে আসছিল।
অভিযানের দ্বিতীয় দিন ঢাকা দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালতে দশটি বাসকে ৪৩ হাজার ২০০ টাকা এবং উত্তর সিটিতে ১৫টি বাসকে ৩৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ভিক্টর ক্লাসিক পরিবহনকে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০০ টাকা জরিমানা করা হয়েছে। দুই সিটির গুলিস্তান ও মিরপুর এলাকায় সোমবার একযোগে অভিযান পরিচালনা করা হয়। গাড়ির ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্স টোকেন না থাকায় এসব পরিবহনকে জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
ঢাকা দক্ষিণ সিটির অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন। উত্তর সিটির অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
গতকাল দুই সিটিতে অভিযান চালিয়ে ২২ বাসকে ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দুই দিনে মোট জরিমানা করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১১ শত টাকা। আরও ২৮ দিন এই অভিযান চলবে।

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২৯ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
১ ঘণ্টা আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে