হিমালয় পর্বতে ‘ফার্চামো’ শিখর অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহীরা। ২০ হাজার ৩০০ ফুট উচ্চতায় এই পর্বতশিখর এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে নেপালের রোগওয়ার্নিং হিমালয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের পর্বতারোহী দল আগামী ২৪ অক্টোবর ‘ফার্চামো’ আরোহণের লক্ষ্যে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। অভিযানটি হবে ২১ দিনের।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে পর্বত অভিযান ও পতাকা প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বাংলা মাউন্টেইনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
তিন সদস্যের অভিযানকারী দলের প্রধান দুবারের এভারেস্ট জয়ী এম এ মুহিত। বাকি দুজন হলেন—৭০০০ মিটার চূড়াসহ হিমালয়ের একাধিক পর্বত আরোহী বাহলুল মজনু এবং ভারতে পর্বতারোহণের ওপর মৌলিক প্রশিক্ষণ শেষ করা পর্বতারোহী নুরুননাহার নিম্মি।
অভিযানের আগে নিজেদের প্রস্তুতির ব্যাপারে বলতে গিয়ে এম এ মুহিত বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। ‘ফার্চামো’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ক্লাব এবং স্পনসর করছে ইস্পাহানি টি লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২০ শতাংশ ছাড়ে অভিযাত্রীদের ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা বিমান টিকিট দিয়েছে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি পর্বতারোহীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তুলে বলেন, ‘বাংলাদেশে সব ধরনের ক্রীড়ার ক্ষেত্রে সরকার টাকা-পয়সা দিচ্ছে। এমনকি স্পেশাল অলিম্পিকের ক্ষেত্রেও সরকারি সহায়তা দেওয়া হয়। তাহলে কেন পর্বতারোহীদের জন্য কোনো সহায়তার ব্যবস্থা নেই? এই ক্ষেত্রেও সহায়তা আসতে হবে। এটা আমরা দাবি করতেই পারি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসপাহানি টি লিমিটেডের জিএম টি মার্কেটিং ওমর হান্নান। অনুষ্ঠানে পর্বতারোহীরা জাতীয় পতাকা গ্রহণ করেন।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে