Ajker Patrika

রাজধানীর মুগদায় প্রাইভেটকার চাপায় বৃদ্ধ নিহত

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় প্রাইভেট কারের চাপায় মোশারফ তালুকদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মান্ডার সওদাগর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে স্থানীয়রা মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোশারফ ফুটপাতে ভ্যানে করে প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন বলে জানা গেছে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন বলেন, খবর পেয়ে সকালে মুগদা হাসপাতাল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এসআই সাদ্দাম হোসেন আরও বলেন, ফুটপাতে দুই চাকার ভ্যানে করে প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন মোশারফ। সোমবার রাতে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের ভাতিজা জাহিদ হাসান জানান, তাঁদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে। বর্তমানে দক্ষিণ মান্ডার কদমতলা ঝিলপাড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তাঁর চাচা। ওই এলাকাতেই ফুটপাতে প্লাস্টিকের খেলনা ফেরি করে বিক্রি করতেন। ফুটপাতে ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি প্রাইভেট কার তাঁকে চাপা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত