
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
১৭ এপ্রিল ও ২০ এপ্রিল ২০২৫ তারিখ তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ১১ এপ্রিল ২০২৫ তারিখে ভুক্তভোগী আলাল উদ্দিনের স্ত্রী আকলিমা বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, আলাল উদ্দিন কাওরান বাজারের কাঁচামাল ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত বছরের ১০ ডিসেম্বর আনুমানিক ভোর ৫টা ২০ মিনিটে কারওয়ান বাজারে সবজি ক্রয় করেন। সবজি মজুত রেখে বাসায় ফেরার পথে তেজতুরী বাজার পূর্ণিমা হলের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা আলাল উদ্দিনকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে স্থানীয় লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ এপ্রিল আলাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামলার পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত আসামি শামীম ও ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৭ ও ২০ এপ্রিল তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা আলাল উদ্দিন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার শামীম ও ইয়াসিন ভুক্তভোগী আলাল উদ্দিনের সঙ্গে কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। মূলত ব্যবসার টাকা লেনদেনের বিরোধের জেরেই পূর্বপরিকল্পিতভাবে আলাল উদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে