ঢাবি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চারজন নিহত ও তিন নেতা নিখোঁজের বিচার দাবিতে গতকাল মঙ্গলবার গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে হামলা করে ছাত্রলীগ।
এবার মশাল মিছিলের আয়োজক ছাত্র ইউনিয়নের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা।
ছাত্রলীগ বলছে, ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগে আঘাত করেছে। প্রকাশ্যে ক্ষমা না চাইলে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে যেকোনো ঘটনা ঘটাতে পারে।
আজ বুধবার সরেজমিনে দেখা যায়, রাজু ভাস্কর্যের মুখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছে। সেখানে এর আগে ‘মেট্রো অ্যাট টিএসসি: থ্যাংক ইউ শেখ হাসিনা’ লেখা সংবলিত একটি বড় ব্যানার ছিল। গতকাল সেটি ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা ছিঁড়ে ফেলেছে অভিযোগ এনে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে হামলা করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা। আজ ভাস্কর্যের মুখে কালো কাপড় বেঁধে দিয়েছে ছাত্রলীগ।
কালো কাপড় বেঁধে দেওয়া ও ছাত্র ইউনিয়নের প্রতিবাদকে সন্ত্রাসী কর্মকাণ্ড অভিহিত করার বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়নের (একাংশ) ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ অসংখ্যবার রাজু ভাস্কর্যের মতো জায়গায় হামলা ঘটনা ঘটিয়েছে। তারা (ছাত্রলীগ) যখন ছাত্র ইউনিয়নকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে—এটা রাজনৈতিক বিদ্রূপ ছাড়া কিছু নয়।’
তিনি বলেন, ‘রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলে পিলারে দু’পাশে শেখ হাসিনার ছবি, মাঝখানে “জয় বাংলা বলে আগে বাড়ো” লেখা। এগুলোর মানে কী! এগুলোর মানে হলো সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সবাই যে প্রতিবাদ করে তাকে সংকুচিত করা। এর আগে বেশ কদিন যাবৎ রাজু ভাস্কর্যের সামনে বড় একটি ব্যানার বসিয়ে রাখা হয়েছে। এগুলোর কোনো যৌক্তিকতা নেই। আমাদের মধ্যে যারা মনে করে রাজু ভাস্কর্যের সামনে এসব রাখা উচিত না তারা এসব ছিঁড়ে ফেলেছে। পরে ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় মারধর করেছে, মারধর করে ভিকটিমের তারা (ছাত্রলীগ) সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করছে। এসব হাস্যকর।’
ছাত্রলীগ প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে—এ প্রসঙ্গে মাঈন আহমেদ বলেন, ‘ছাত্রলীগের কাছে ব্যানার ছেঁড়ার বিষয়ে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। এত দিন কেন সরায়নি তার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমাপ্রার্থী।’
এসব বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে গতকাল ছাত্র ইউনিয়ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন ছবি ভাঙচুরসহ ন্যক্কারজনক হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজুর প্রতি সম্মান দেখিয়ে, যেহেতু সন্ত্রাসের বিরুদ্ধে রাজুর আত্মাহুতি এবং যেই ভাস্কর্যের সামনে ছাত্র ইউনিয়ন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে—তাই শিক্ষার্থীরা লজ্জায় রাজু ভাস্কর্যকে কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে।’

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চারজন নিহত ও তিন নেতা নিখোঁজের বিচার দাবিতে গতকাল মঙ্গলবার গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে হামলা করে ছাত্রলীগ।
এবার মশাল মিছিলের আয়োজক ছাত্র ইউনিয়নের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা।
ছাত্রলীগ বলছে, ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগে আঘাত করেছে। প্রকাশ্যে ক্ষমা না চাইলে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে যেকোনো ঘটনা ঘটাতে পারে।
আজ বুধবার সরেজমিনে দেখা যায়, রাজু ভাস্কর্যের মুখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছে। সেখানে এর আগে ‘মেট্রো অ্যাট টিএসসি: থ্যাংক ইউ শেখ হাসিনা’ লেখা সংবলিত একটি বড় ব্যানার ছিল। গতকাল সেটি ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা ছিঁড়ে ফেলেছে অভিযোগ এনে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে হামলা করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা। আজ ভাস্কর্যের মুখে কালো কাপড় বেঁধে দিয়েছে ছাত্রলীগ।
কালো কাপড় বেঁধে দেওয়া ও ছাত্র ইউনিয়নের প্রতিবাদকে সন্ত্রাসী কর্মকাণ্ড অভিহিত করার বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়নের (একাংশ) ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ অসংখ্যবার রাজু ভাস্কর্যের মতো জায়গায় হামলা ঘটনা ঘটিয়েছে। তারা (ছাত্রলীগ) যখন ছাত্র ইউনিয়নকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে—এটা রাজনৈতিক বিদ্রূপ ছাড়া কিছু নয়।’
তিনি বলেন, ‘রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলে পিলারে দু’পাশে শেখ হাসিনার ছবি, মাঝখানে “জয় বাংলা বলে আগে বাড়ো” লেখা। এগুলোর মানে কী! এগুলোর মানে হলো সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সবাই যে প্রতিবাদ করে তাকে সংকুচিত করা। এর আগে বেশ কদিন যাবৎ রাজু ভাস্কর্যের সামনে বড় একটি ব্যানার বসিয়ে রাখা হয়েছে। এগুলোর কোনো যৌক্তিকতা নেই। আমাদের মধ্যে যারা মনে করে রাজু ভাস্কর্যের সামনে এসব রাখা উচিত না তারা এসব ছিঁড়ে ফেলেছে। পরে ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় মারধর করেছে, মারধর করে ভিকটিমের তারা (ছাত্রলীগ) সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করছে। এসব হাস্যকর।’
ছাত্রলীগ প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে—এ প্রসঙ্গে মাঈন আহমেদ বলেন, ‘ছাত্রলীগের কাছে ব্যানার ছেঁড়ার বিষয়ে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। এত দিন কেন সরায়নি তার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমাপ্রার্থী।’
এসব বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে গতকাল ছাত্র ইউনিয়ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন ছবি ভাঙচুরসহ ন্যক্কারজনক হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজুর প্রতি সম্মান দেখিয়ে, যেহেতু সন্ত্রাসের বিরুদ্ধে রাজুর আত্মাহুতি এবং যেই ভাস্কর্যের সামনে ছাত্র ইউনিয়ন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে—তাই শিক্ষার্থীরা লজ্জায় রাজু ভাস্কর্যকে কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে।’

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে