
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটখেত থেকে ইয়ামিন (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের পাটখেতে মরদেহটি দেখে পরিবারের লোকজনকে জানালে তাঁরা থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
ইয়ামিন গোসাই গোবিন্দপুর গ্রামের মো. নাসির শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে মসজিদের মাইকে শিশু নিখোঁজের ঘোষণা শুনে তাদের ঘুম ভেঙে যায়। গ্রামবাসী তখনই চারপাশ ঘিরে ফেলে। সকালে পাশের একটি পাটখেতে তাঁর উলঙ্গ মরদেহ দেখতে পাওয়া যায়।
শিশু ইয়ামিনের দাদা মহিদ শেখ বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় ইয়ামিনকে নিয়ে ওর ফুফুর বাড়ি বেড়াতে যাই। সেখানে রাতের খাবার শেষ করে বাড়ি ফিরে আসি। রাত ১১টার দিকে সবাই ঘুমিয়ে পড়ি। ইয়ামিন আমাদের কাছেই ঘরের বারান্দার ছোট রুমে ছিল রাতে। এটার কোনো দরজা নেই। রাতে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। রাত ৩টার দিকে ইয়ামিনের দাদি ওকে দেখতে না পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেয়। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন।’
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, শিশুটিাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে