সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে রুবেল আহমেদ (৩৬) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজী বাড়ি এলাকায় বিরোধপূর্ণ একটি জমিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেলের পরিবারের সঙ্গে একখণ্ড জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার প্রতিবেশী মুন্তাজ আলী, লুৎফর রহমান, লাল মাহমুদ, হাবিবুল্লাহসহ তাঁদের আত্মীয়স্বজনের ১৫-২০ জনের একটি দল বিরোধপূর্ণ ওই জমিতে ঘর তুলতে যান। এ সময় স্থানীয় বন বিভাগ তা বন্ধ কর দেয়। বন বিভাগের সঙ্গে রুবেলের যোগসাজশে রয়েছে বলে প্রতিবেশীরা ধারণা করেন।
এরপর রুবেল শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওই প্রতিবেশীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় রুবেলের চিৎকারে পরিবার ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কারিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে আমরা বিষয়টি পুলিশকে জানিয়ে দিই। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা জানি না।’
নিহত রুবেলের ছোট ভাই রাসেল আহমেদ বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে আমার বড়ভাই রুবেলের অণ্ডকোষে চাপ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহ, আফরোজা, ফজিলা, লিপি ও লিমাসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হবে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে রুবেল আহমেদ (৩৬) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজী বাড়ি এলাকায় বিরোধপূর্ণ একটি জমিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেলের পরিবারের সঙ্গে একখণ্ড জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার প্রতিবেশী মুন্তাজ আলী, লুৎফর রহমান, লাল মাহমুদ, হাবিবুল্লাহসহ তাঁদের আত্মীয়স্বজনের ১৫-২০ জনের একটি দল বিরোধপূর্ণ ওই জমিতে ঘর তুলতে যান। এ সময় স্থানীয় বন বিভাগ তা বন্ধ কর দেয়। বন বিভাগের সঙ্গে রুবেলের যোগসাজশে রয়েছে বলে প্রতিবেশীরা ধারণা করেন।
এরপর রুবেল শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওই প্রতিবেশীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় রুবেলের চিৎকারে পরিবার ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কারিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে আমরা বিষয়টি পুলিশকে জানিয়ে দিই। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা জানি না।’
নিহত রুবেলের ছোট ভাই রাসেল আহমেদ বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে আমার বড়ভাই রুবেলের অণ্ডকোষে চাপ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহ, আফরোজা, ফজিলা, লিপি ও লিমাসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হবে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে