নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ডেমরায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ায় ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইমের মৃত্যুর ঘটনার দায় স্বীকার করেছেন বিএনপিকর্মী মাহাবুবুর রহমান সোহাগ।
আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি (৩৭), নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব মো. সাহেদ আহমেদকে (৩৮) এই মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন সোহাগ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে মনির ও সাহেদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে একই আদালত দুই দিনের রিমান মঞ্জুর করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো। গত বছর ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি মহাসমাবেশ করে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, অসংখ্য গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর দিবাগত রাত অর্থাৎ ২৯ অক্টোবর ভোরে ডেমরা থানার দেইল্লা বাসস্ট্যান্ডে রাখা অছিম পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এতে ওই বাসে ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইম (২২) ঘটনাস্থলেই পুড়ে মারা যান এবং অপর হেলপার মো. রবিউল (২৫) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।
এ ঘটনায় ২৯ অক্টোবর ডেমরা থানায় একটি মামলা (নম্বর ৩৮) দায়ের করা হয়।
পুলিশ রিমান্ড আবেদনে এবং এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদনে উল্লেখ করেন, আসামি সোহাগ এ ঘটনায় জড়িত ছিলেন বলে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান। যুবদল ও ছাত্রদলের দুই নেতা এই ঘটনার মূল ইন্ধনদাতা। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তাঁদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

রাজধানীর ডেমরায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ায় ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইমের মৃত্যুর ঘটনার দায় স্বীকার করেছেন বিএনপিকর্মী মাহাবুবুর রহমান সোহাগ।
আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি (৩৭), নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব মো. সাহেদ আহমেদকে (৩৮) এই মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন সোহাগ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে মনির ও সাহেদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে একই আদালত দুই দিনের রিমান মঞ্জুর করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো। গত বছর ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি মহাসমাবেশ করে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, অসংখ্য গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর দিবাগত রাত অর্থাৎ ২৯ অক্টোবর ভোরে ডেমরা থানার দেইল্লা বাসস্ট্যান্ডে রাখা অছিম পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এতে ওই বাসে ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইম (২২) ঘটনাস্থলেই পুড়ে মারা যান এবং অপর হেলপার মো. রবিউল (২৫) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।
এ ঘটনায় ২৯ অক্টোবর ডেমরা থানায় একটি মামলা (নম্বর ৩৮) দায়ের করা হয়।
পুলিশ রিমান্ড আবেদনে এবং এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদনে উল্লেখ করেন, আসামি সোহাগ এ ঘটনায় জড়িত ছিলেন বলে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান। যুবদল ও ছাত্রদলের দুই নেতা এই ঘটনার মূল ইন্ধনদাতা। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তাঁদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৮ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
২৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে