গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারীর চেয়ারম্যান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাটিকামারী স্কুলমাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।
জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় আলেম-ওলামা ও নানান শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া ও মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার আমিনুর রহমান উপস্থিত থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।
জানাজার আগে মুহাম্মদ ফারুক খান এমপি, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও সব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সিবাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকির। পরে তাঁকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৫টার দিকে মারা যান তিনি।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারীর চেয়ারম্যান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাটিকামারী স্কুলমাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।
জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় আলেম-ওলামা ও নানান শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া ও মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার আমিনুর রহমান উপস্থিত থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।
জানাজার আগে মুহাম্মদ ফারুক খান এমপি, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও সব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সিবাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকির। পরে তাঁকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৫টার দিকে মারা যান তিনি।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে