নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে হত্যার দায় স্বীকার করে আরও দুই ছিনতাইকারী আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁরা জবানবন্দি দেন।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া এই দুই ছিনতাইকারী হলেন—মো. রায়হান ওরফে সোহেল আপন ও রাসেল হোসেন হাওলাদার। মঙ্গলবার বিকেলে দুজনকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। রায়হান ও রাসেলের জবানবন্দি গ্রহণ করেন যথাক্রমে মহানগর হাকিম মেহেদী হাসান ও শেখ সাদী।
আদালত সূত্রে জানা গেছে, রায়হান ও রাসেল আদালতকে বলেছেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে ভোর সাড়ে ৫টায় রিকশার গতিরোধ করে তাঁরা ডা. বুলবুলকে রিকশা থেকে নামান। ছিনতাইকারীদের সঙ্গে ওই চিকিৎসকের ধস্তাধস্তি হয়। এ সময় তাঁরা ছুরিকাঘাত করে বুলবুলের কাছ থেকে একটি মোবাইল নিয়ে নেন। অন্য লোক ঘটনাস্থলে এসে পড়ায় তাঁরা আর কোনো কিছু নিতে পারেননি।
এর আগে গত ৩ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এই মামলায় গ্রেপ্তার আরিয়ান খান হৃদয় ও সোলায়মান। এ ঘটনায় গ্রেপ্তার চার পেশাদার ছিনতাইকারীকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয় গত ৩১ মার্চ।
গত ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ডা. আহমেদ মাহি বুলবুল। এ ঘটনায় তাঁর স্ত্রী পরদিন মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর মিরপুর মডেল ও পল্লবী থানা এলাকা এবং ঢাকার সাভার থানার কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চিকিৎসকের ব্যবহৃত মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে হত্যার দায় স্বীকার করে আরও দুই ছিনতাইকারী আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁরা জবানবন্দি দেন।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া এই দুই ছিনতাইকারী হলেন—মো. রায়হান ওরফে সোহেল আপন ও রাসেল হোসেন হাওলাদার। মঙ্গলবার বিকেলে দুজনকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। রায়হান ও রাসেলের জবানবন্দি গ্রহণ করেন যথাক্রমে মহানগর হাকিম মেহেদী হাসান ও শেখ সাদী।
আদালত সূত্রে জানা গেছে, রায়হান ও রাসেল আদালতকে বলেছেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে ভোর সাড়ে ৫টায় রিকশার গতিরোধ করে তাঁরা ডা. বুলবুলকে রিকশা থেকে নামান। ছিনতাইকারীদের সঙ্গে ওই চিকিৎসকের ধস্তাধস্তি হয়। এ সময় তাঁরা ছুরিকাঘাত করে বুলবুলের কাছ থেকে একটি মোবাইল নিয়ে নেন। অন্য লোক ঘটনাস্থলে এসে পড়ায় তাঁরা আর কোনো কিছু নিতে পারেননি।
এর আগে গত ৩ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এই মামলায় গ্রেপ্তার আরিয়ান খান হৃদয় ও সোলায়মান। এ ঘটনায় গ্রেপ্তার চার পেশাদার ছিনতাইকারীকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয় গত ৩১ মার্চ।
গত ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ডা. আহমেদ মাহি বুলবুল। এ ঘটনায় তাঁর স্ত্রী পরদিন মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর মিরপুর মডেল ও পল্লবী থানা এলাকা এবং ঢাকার সাভার থানার কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চিকিৎসকের ব্যবহৃত মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
১৪ মিনিট আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে