নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে হত্যার দায় স্বীকার করে আরও দুই ছিনতাইকারী আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁরা জবানবন্দি দেন।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া এই দুই ছিনতাইকারী হলেন—মো. রায়হান ওরফে সোহেল আপন ও রাসেল হোসেন হাওলাদার। মঙ্গলবার বিকেলে দুজনকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। রায়হান ও রাসেলের জবানবন্দি গ্রহণ করেন যথাক্রমে মহানগর হাকিম মেহেদী হাসান ও শেখ সাদী।
আদালত সূত্রে জানা গেছে, রায়হান ও রাসেল আদালতকে বলেছেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে ভোর সাড়ে ৫টায় রিকশার গতিরোধ করে তাঁরা ডা. বুলবুলকে রিকশা থেকে নামান। ছিনতাইকারীদের সঙ্গে ওই চিকিৎসকের ধস্তাধস্তি হয়। এ সময় তাঁরা ছুরিকাঘাত করে বুলবুলের কাছ থেকে একটি মোবাইল নিয়ে নেন। অন্য লোক ঘটনাস্থলে এসে পড়ায় তাঁরা আর কোনো কিছু নিতে পারেননি।
এর আগে গত ৩ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এই মামলায় গ্রেপ্তার আরিয়ান খান হৃদয় ও সোলায়মান। এ ঘটনায় গ্রেপ্তার চার পেশাদার ছিনতাইকারীকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয় গত ৩১ মার্চ।
গত ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ডা. আহমেদ মাহি বুলবুল। এ ঘটনায় তাঁর স্ত্রী পরদিন মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর মিরপুর মডেল ও পল্লবী থানা এলাকা এবং ঢাকার সাভার থানার কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চিকিৎসকের ব্যবহৃত মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে হত্যার দায় স্বীকার করে আরও দুই ছিনতাইকারী আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁরা জবানবন্দি দেন।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া এই দুই ছিনতাইকারী হলেন—মো. রায়হান ওরফে সোহেল আপন ও রাসেল হোসেন হাওলাদার। মঙ্গলবার বিকেলে দুজনকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। রায়হান ও রাসেলের জবানবন্দি গ্রহণ করেন যথাক্রমে মহানগর হাকিম মেহেদী হাসান ও শেখ সাদী।
আদালত সূত্রে জানা গেছে, রায়হান ও রাসেল আদালতকে বলেছেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে ভোর সাড়ে ৫টায় রিকশার গতিরোধ করে তাঁরা ডা. বুলবুলকে রিকশা থেকে নামান। ছিনতাইকারীদের সঙ্গে ওই চিকিৎসকের ধস্তাধস্তি হয়। এ সময় তাঁরা ছুরিকাঘাত করে বুলবুলের কাছ থেকে একটি মোবাইল নিয়ে নেন। অন্য লোক ঘটনাস্থলে এসে পড়ায় তাঁরা আর কোনো কিছু নিতে পারেননি।
এর আগে গত ৩ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এই মামলায় গ্রেপ্তার আরিয়ান খান হৃদয় ও সোলায়মান। এ ঘটনায় গ্রেপ্তার চার পেশাদার ছিনতাইকারীকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয় গত ৩১ মার্চ।
গত ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ডা. আহমেদ মাহি বুলবুল। এ ঘটনায় তাঁর স্ত্রী পরদিন মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর মিরপুর মডেল ও পল্লবী থানা এলাকা এবং ঢাকার সাভার থানার কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চিকিৎসকের ব্যবহৃত মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১২ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১২ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৮ মিনিট আগে