Ajker Patrika

ডা. বুলবুল হত্যার দায় স্বীকার করে আরও ২ ছিনতাইকারীর জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডা. বুলবুল হত্যার দায় স্বীকার করে আরও ২ ছিনতাইকারীর জবানবন্দি

দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে হত্যার দায় স্বীকার করে আরও দুই ছিনতাইকারী আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁরা জবানবন্দি দেন। 

ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া এই দুই ছিনতাইকারী হলেন—মো. রায়হান ওরফে সোহেল আপন ও রাসেল হোসেন হাওলাদার। মঙ্গলবার বিকেলে দুজনকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। রায়হান ও রাসেলের জবানবন্দি গ্রহণ করেন যথাক্রমে মহানগর হাকিম মেহেদী হাসান ও শেখ সাদী। 

আদালত সূত্রে জানা গেছে, রায়হান ও রাসেল আদালতকে বলেছেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে ভোর সাড়ে ৫টায় রিকশার গতিরোধ করে তাঁরা ডা. বুলবুলকে রিকশা থেকে নামান। ছিনতাইকারীদের সঙ্গে ওই চিকিৎসকের ধস্তাধস্তি হয়। এ সময় তাঁরা ছুরিকাঘাত করে বুলবুলের কাছ থেকে একটি মোবাইল নিয়ে নেন। অন্য লোক ঘটনাস্থলে এসে পড়ায় তাঁরা আর কোনো কিছু নিতে পারেননি। 

এর আগে গত ৩ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এই মামলায় গ্রেপ্তার আরিয়ান খান হৃদয় ও সোলায়মান। এ ঘটনায় গ্রেপ্তার চার পেশাদার ছিনতাইকারীকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয় গত ৩১ মার্চ। 

গত ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ডা. আহমেদ মাহি বুলবুল। এ ঘটনায় তাঁর স্ত্রী পরদিন মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর মিরপুর মডেল ও পল্লবী থানা এলাকা এবং ঢাকার সাভার থানার কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চিকিৎসকের ব্যবহৃত মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত