ঢামেক প্রতিবেদক

রাজধানীর গুলশানে উদ্ধার মোসারাত জাহান মুনিয়ার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত করেন ঢামেক ফরেনসিক চিকিৎসক ডা. দিপিকা। মৃত্যুর বিষয়ে কোন কথা বলেননি তিনি।
ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজন মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যায়। মুনিয়ার বোন জামাই মিজানুর রহমান মর্গে সাংবাদিকদের জানায়, মুনিয়ার মৃতদেহ গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলার মনোহরপুর গ্রামে নেওয়া হবে। সেখানে মায়ের কবরের পাশে দাফন করা হবে মুনিয়াকে।
মিজানুর রহমান মর্গে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মুনিয়া ইচ্ছাকৃত ভাবে আত্মহত্যা করেনি। তাকে মেরে ফেলা হয়েছে। কারণ আত্মহত্যার কোন আলামত গুলশানের বাসায় ছিল না। বিছানার ওপর একটি টুল ছিল। তবে সেটা দাঁড়ানো অবস্থায় ছিল। গলায় ফাঁস দিলেতো টুল পরে যাওয়ার কথা। আমি এর বিচার চাই। ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করবো।
মিজানুর বলেন, মুনিয়ার বাবা মুক্তযোদ্ধা শফিকুল ইসলাম গত ২০১৭ সালে মারা যায়। মা সেতারা বেগম ২০১৮ সালে মারা যায়। এরপর বোন নুসরাত জাহানের কাছেই থাকত মুনিয়া। কুমিল্লা থেকে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে দশম শ্রেনীতে ভর্তি হয় মুনিয়া। থাকতো একটি মেসে। সেখান থেকে এসএসসি পাশ করে ২০১৯ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে ফেসবুকে পরিচয় হয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের সাথে।
মিজানুর আরও বলেন, পরিচয়ের পর তাদের সাথে সম্পর্ক হয়। পরে মুনিয়াকে বনানীতে একটি ফ্ল্যাট ভাড়া করে দেয়। বিষয়টি জানতে পরে আনভিরের পরিবার। তখন মুনিয়াকে আনভিরের মা হুমকি দেয় এবং ঢাকা থেকে চলে যেতে বলে। মুনিয়া তখন কুমিল্লা চলে যায়। আবারও মুনিয়ার সাথে যোগাযোগ করে আনভীর। গত দুই মাস আগে এক লক্ষ টাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে দেয়। এবং সেখানে যাতায়াত করে আনভীর।
গত ২৩ এপ্রিল মুনিয়ার বাসায় বাড়িওয়ালাসহ ইফতার করে এবং ছবি তুলে। সেই ছবি ফেসবুকে আপলোড করে বাড়িওয়লার স্ত্রী। এই ছবি দেখে তেলে বেগুনে জ্বলে উঠে আনভীর। ফোনে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে মুনিয়াকে ৫০ লাখ টাকা চুরির অভিযোগ করে আনভীর। দেখে নেওয়ার হুমকিও দেন তিনি। বিষয়টি মুনিয়ার বড় বোন নুসরাত জাহানের সাথে শেয়ার করে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে মুনিয়া বড় বোন নুসরাতকে ফোন দেয় এবং ঢাকায় আসতে বলে।
মিজানুর বলেন, গতকাল ইফতারের কিছু আগে গুলশানের বাসায় আসেন নুসরাত। সেখানে গিয়ে মুনিয়ার ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে বাড়ির দারোয়ানের সাহায্যে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলছে। পরে পুলিশে খবর দেয়।
গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মো. শামিম হোসেন সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, মৃতদেহের গলার বাম পাশে অর্ধচন্দ্রাকৃতির দাগ আছে। জিহবা হাফ ইঞ্চি বের হয়েছিল। এছাড়া শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত মুনিয়া ধর্ষিত হয়েছে কিনা? বিষ প্রয়োগ করা হয়েছে কিনা তা জানার জন্য নমুনা ফরেনসিকে পাঠানো হয়েছে।

রাজধানীর গুলশানে উদ্ধার মোসারাত জাহান মুনিয়ার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত করেন ঢামেক ফরেনসিক চিকিৎসক ডা. দিপিকা। মৃত্যুর বিষয়ে কোন কথা বলেননি তিনি।
ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজন মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যায়। মুনিয়ার বোন জামাই মিজানুর রহমান মর্গে সাংবাদিকদের জানায়, মুনিয়ার মৃতদেহ গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলার মনোহরপুর গ্রামে নেওয়া হবে। সেখানে মায়ের কবরের পাশে দাফন করা হবে মুনিয়াকে।
মিজানুর রহমান মর্গে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মুনিয়া ইচ্ছাকৃত ভাবে আত্মহত্যা করেনি। তাকে মেরে ফেলা হয়েছে। কারণ আত্মহত্যার কোন আলামত গুলশানের বাসায় ছিল না। বিছানার ওপর একটি টুল ছিল। তবে সেটা দাঁড়ানো অবস্থায় ছিল। গলায় ফাঁস দিলেতো টুল পরে যাওয়ার কথা। আমি এর বিচার চাই। ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করবো।
মিজানুর বলেন, মুনিয়ার বাবা মুক্তযোদ্ধা শফিকুল ইসলাম গত ২০১৭ সালে মারা যায়। মা সেতারা বেগম ২০১৮ সালে মারা যায়। এরপর বোন নুসরাত জাহানের কাছেই থাকত মুনিয়া। কুমিল্লা থেকে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে দশম শ্রেনীতে ভর্তি হয় মুনিয়া। থাকতো একটি মেসে। সেখান থেকে এসএসসি পাশ করে ২০১৯ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে ফেসবুকে পরিচয় হয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের সাথে।
মিজানুর আরও বলেন, পরিচয়ের পর তাদের সাথে সম্পর্ক হয়। পরে মুনিয়াকে বনানীতে একটি ফ্ল্যাট ভাড়া করে দেয়। বিষয়টি জানতে পরে আনভিরের পরিবার। তখন মুনিয়াকে আনভিরের মা হুমকি দেয় এবং ঢাকা থেকে চলে যেতে বলে। মুনিয়া তখন কুমিল্লা চলে যায়। আবারও মুনিয়ার সাথে যোগাযোগ করে আনভীর। গত দুই মাস আগে এক লক্ষ টাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে দেয়। এবং সেখানে যাতায়াত করে আনভীর।
গত ২৩ এপ্রিল মুনিয়ার বাসায় বাড়িওয়ালাসহ ইফতার করে এবং ছবি তুলে। সেই ছবি ফেসবুকে আপলোড করে বাড়িওয়লার স্ত্রী। এই ছবি দেখে তেলে বেগুনে জ্বলে উঠে আনভীর। ফোনে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে মুনিয়াকে ৫০ লাখ টাকা চুরির অভিযোগ করে আনভীর। দেখে নেওয়ার হুমকিও দেন তিনি। বিষয়টি মুনিয়ার বড় বোন নুসরাত জাহানের সাথে শেয়ার করে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে মুনিয়া বড় বোন নুসরাতকে ফোন দেয় এবং ঢাকায় আসতে বলে।
মিজানুর বলেন, গতকাল ইফতারের কিছু আগে গুলশানের বাসায় আসেন নুসরাত। সেখানে গিয়ে মুনিয়ার ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে বাড়ির দারোয়ানের সাহায্যে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলছে। পরে পুলিশে খবর দেয়।
গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মো. শামিম হোসেন সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, মৃতদেহের গলার বাম পাশে অর্ধচন্দ্রাকৃতির দাগ আছে। জিহবা হাফ ইঞ্চি বের হয়েছিল। এছাড়া শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত মুনিয়া ধর্ষিত হয়েছে কিনা? বিষ প্রয়োগ করা হয়েছে কিনা তা জানার জন্য নমুনা ফরেনসিকে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে