ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পুরোনো নির্দেশনা নতুন করে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক আগে থেকেই নির্দেশনা ছিল হাসপাতালে প্রবেশের আগে গণমাধ্যমকর্মীদের অবশ্যই অনুমতি নিতে হবে।
আজ শনিবার চিঠি আকারে এই নির্দেশনা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পরিচালক বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আগে থেকেই নিয়ম ছিল গণমাধ্যম ব্যক্তিরা হাসপাতালে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তাঁদের সঙ্গে আমরা আনসার সদস্যদের দিয়ে দেব, তাঁরা সেখানে গিয়ে নিউজ সংগ্রহ করবেন।
‘এ ছাড়া সাংবাদিকদেরও নিরাপত্তার বিষয় আমাদের দেখতে হবে। তাই সঙ্গে আনসার সদস্যরা থাকবে। এই পুরোনো নিয়মগুলো আমি নতুন করে চিঠির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি। সব চাইতে বড় কথা হলো কোনো কিছু জানার থাকলে অবশ্যই সাংবাদিকেরা হাসপাতালের অথোরিটির সঙ্গে কথা বলতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী পরিচালকের অনুমতি ব্যতীত কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবে না।’
পরিচালক আরও বলেন, ‘হাসপাতালের কোনো বিষয়ে আমি কর্তৃপক্ষ হয়ে গণমাধ্যমকে অবগত করলাম। আবার দেখা যায় একই বিষয় নিয়ে সাংবাদিকেরা হাসপাতালে অন্য কারও সঙ্গে কথা বলতে গেলে সেই ব্যক্তি আরেকভাবে উপস্থাপন করল। তাহলে বিষয়গুলো অন্য রকম হয়ে যায়। সাংবাদিকদের সুবিধার জন্যই অথোরিটির সঙ্গে কথা বলতে হবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২ হাজার ৬০০ শয্যার। রোগী থাকে তিন গুণ এর চেয়েও বেশি। এখানে চিকিৎসক নার্স ও অন্যরা রোগীকে সুস্থ করার জন্য ব্যস্ত থাকেন। হঠাৎ দেখা গেল কোনো বড় দুর্ঘটনা ঘটল, তখন অনেক রোগী জরুরি বিভাগের চিকিৎসা নিতে আসে। অনেক রোগী সে সময় অর্ধ উলঙ্গ থাকে; চিকিৎসকেরা তাদের চিকিৎসা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। এই সময় দেখা যায় মোবাইল নিয়ে কোনো সাংবাদিক জরুরি বিভাগে প্রবেশ করে ছবি তুলতে থাকে। রোগীদেরও একটি মানবাধিকার বিষয় আছে। তখন হুরহুর করে সাংবাদিকেরা ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে চিকিৎসাসেবাও ব্যাহত হয়।
এর জন্যে পুরোনো নির্দেশনা নতুন করে একটি চিঠির মাধ্যমে হাসপাতালের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পুরোনো নির্দেশনা নতুন করে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক আগে থেকেই নির্দেশনা ছিল হাসপাতালে প্রবেশের আগে গণমাধ্যমকর্মীদের অবশ্যই অনুমতি নিতে হবে।
আজ শনিবার চিঠি আকারে এই নির্দেশনা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পরিচালক বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আগে থেকেই নিয়ম ছিল গণমাধ্যম ব্যক্তিরা হাসপাতালে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তাঁদের সঙ্গে আমরা আনসার সদস্যদের দিয়ে দেব, তাঁরা সেখানে গিয়ে নিউজ সংগ্রহ করবেন।
‘এ ছাড়া সাংবাদিকদেরও নিরাপত্তার বিষয় আমাদের দেখতে হবে। তাই সঙ্গে আনসার সদস্যরা থাকবে। এই পুরোনো নিয়মগুলো আমি নতুন করে চিঠির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি। সব চাইতে বড় কথা হলো কোনো কিছু জানার থাকলে অবশ্যই সাংবাদিকেরা হাসপাতালের অথোরিটির সঙ্গে কথা বলতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী পরিচালকের অনুমতি ব্যতীত কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবে না।’
পরিচালক আরও বলেন, ‘হাসপাতালের কোনো বিষয়ে আমি কর্তৃপক্ষ হয়ে গণমাধ্যমকে অবগত করলাম। আবার দেখা যায় একই বিষয় নিয়ে সাংবাদিকেরা হাসপাতালে অন্য কারও সঙ্গে কথা বলতে গেলে সেই ব্যক্তি আরেকভাবে উপস্থাপন করল। তাহলে বিষয়গুলো অন্য রকম হয়ে যায়। সাংবাদিকদের সুবিধার জন্যই অথোরিটির সঙ্গে কথা বলতে হবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২ হাজার ৬০০ শয্যার। রোগী থাকে তিন গুণ এর চেয়েও বেশি। এখানে চিকিৎসক নার্স ও অন্যরা রোগীকে সুস্থ করার জন্য ব্যস্ত থাকেন। হঠাৎ দেখা গেল কোনো বড় দুর্ঘটনা ঘটল, তখন অনেক রোগী জরুরি বিভাগের চিকিৎসা নিতে আসে। অনেক রোগী সে সময় অর্ধ উলঙ্গ থাকে; চিকিৎসকেরা তাদের চিকিৎসা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। এই সময় দেখা যায় মোবাইল নিয়ে কোনো সাংবাদিক জরুরি বিভাগে প্রবেশ করে ছবি তুলতে থাকে। রোগীদেরও একটি মানবাধিকার বিষয় আছে। তখন হুরহুর করে সাংবাদিকেরা ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে চিকিৎসাসেবাও ব্যাহত হয়।
এর জন্যে পুরোনো নির্দেশনা নতুন করে একটি চিঠির মাধ্যমে হাসপাতালের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
২ ঘণ্টা আগে