রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ছেলেকে হত্যার মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন আসামির উপস্থিততে এ রায় দেন।
রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আকলিমা আক্তার (৩৫) পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ মীরপুর এলাকার হযরত আলীর স্ত্রী।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালের ১০ আগস্ট সকালে সতিনের সঙ্গে ঝগড়ার জেরে তাঁর ছেলে রিপনকে (৪) কীটনাশক খাইয়ে হত্যা করেন আকলিমা খাতুন। এ ঘটনায় রিপনের বাবা হযরত আলী পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আকলিমা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালতে কীটনাশক খাইয়ে হত্যার কথা স্বীকার করেন আকলিমা খাতুন।
পিপি উজির আলী শেখ বলেন, সতিনের সঙ্গে ঝগড়ার জেরে ওষুধ বলে কীটনাশক খাইয়ে তাঁর ছেলেকে হত্যা করে। মামলাটি আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ রায়ের মধ্য দিয়ে অপরাধ প্রবণতা কমে আসবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।

রাজবাড়ীতে ছেলেকে হত্যার মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন আসামির উপস্থিততে এ রায় দেন।
রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আকলিমা আক্তার (৩৫) পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ মীরপুর এলাকার হযরত আলীর স্ত্রী।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালের ১০ আগস্ট সকালে সতিনের সঙ্গে ঝগড়ার জেরে তাঁর ছেলে রিপনকে (৪) কীটনাশক খাইয়ে হত্যা করেন আকলিমা খাতুন। এ ঘটনায় রিপনের বাবা হযরত আলী পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আকলিমা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালতে কীটনাশক খাইয়ে হত্যার কথা স্বীকার করেন আকলিমা খাতুন।
পিপি উজির আলী শেখ বলেন, সতিনের সঙ্গে ঝগড়ার জেরে ওষুধ বলে কীটনাশক খাইয়ে তাঁর ছেলেকে হত্যা করে। মামলাটি আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ রায়ের মধ্য দিয়ে অপরাধ প্রবণতা কমে আসবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।

আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
৬ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১২ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১৬ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
২০ মিনিট আগে