সাভারে গভীর রাতে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪

সাভার(ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯: ৫৫
Thumbnail image
বাস ও অ্যাম্বুলেন্সের আগুন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্সসহ চলন্ত দুই বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন ব্যক্তি দগ্ধ হয়ে মারা গেছেন। মরদেহ পুড়ে কয়লা হয়ে যাওয়ায় এখনো পরিচয় পাওয়া যায়নি।

বুধবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সাভার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সে সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশের রেকার সড়কের পাশে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্স থেকে ধাক্কা দেওয়া বাস ও পাশে থাকা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা চারজন পুড়ে মারা যান।

বাসে জ্বলন্ত আগুন। ছবি: আজকের পত্রিকা
বাসে জ্বলন্ত আগুন। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসের সাথে পেছনের দিক থেকে অ্যাম্বুলেন্স সংঘর্ষ লাগলে উভয় গাড়িতে আগুন লেগে যায়। পরে আরও একটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। অ্যাম্বুলেন্সের ভেতর থাকা ৪ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ ভস্মীভূত হয়ে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত