টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈলদহ নদীতে সড়ক ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে অন্তত ১০ গ্রামের মানুষ। সড়কটি ভেঙে যাওয়ায় তাদের প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। গত ৩০ এপ্রিল সকালে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চিতলিয়া এলাকায় সড়কে ফাটল দেখা দেয়। দুপুরে ফাটল ধরা অংশটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে।
নদীভাঙন ও জনদুর্ভোগ নিয়ে ‘আজকের পত্রিকা’সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত উদ্যোগ নেয়। গতকাল মঙ্গলবার বিকেলে ভাঙন প্রতিরোধে অস্থায়ী প্রতিরক্ষাকাজ শুরু করে পাউবো। কাজের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন টুঙ্গিপাড়া ইউএনও। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস বলেন, ‘সড়কটি ভেঙে যাওয়ার পর ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়ে। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অস্থায়ী প্রতিরক্ষাকাজ শুরু করা হয়েছে।’
টুঙ্গিপাড়া ইউএনও মঈনুল হক বলেন, ‘আজকের পত্রিকাসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাউবো দ্রুত প্রধান কার্যালয়ে বরাদ্দ চেয়ে প্রতিবেদন পাঠায়। জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে ৭৬ মিটার এলাকায় ১৭৫ কেজি বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে ৯৪টি জিও ব্যাগ ফেলে কাজ শুরু হয়েছে। আশা করছি, ভাঙন রোধে এটা কার্যকর হবে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈলদহ নদীতে সড়ক ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে অন্তত ১০ গ্রামের মানুষ। সড়কটি ভেঙে যাওয়ায় তাদের প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। গত ৩০ এপ্রিল সকালে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চিতলিয়া এলাকায় সড়কে ফাটল দেখা দেয়। দুপুরে ফাটল ধরা অংশটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে।
নদীভাঙন ও জনদুর্ভোগ নিয়ে ‘আজকের পত্রিকা’সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত উদ্যোগ নেয়। গতকাল মঙ্গলবার বিকেলে ভাঙন প্রতিরোধে অস্থায়ী প্রতিরক্ষাকাজ শুরু করে পাউবো। কাজের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন টুঙ্গিপাড়া ইউএনও। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস বলেন, ‘সড়কটি ভেঙে যাওয়ার পর ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়ে। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অস্থায়ী প্রতিরক্ষাকাজ শুরু করা হয়েছে।’
টুঙ্গিপাড়া ইউএনও মঈনুল হক বলেন, ‘আজকের পত্রিকাসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাউবো দ্রুত প্রধান কার্যালয়ে বরাদ্দ চেয়ে প্রতিবেদন পাঠায়। জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে ৭৬ মিটার এলাকায় ১৭৫ কেজি বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে ৯৪টি জিও ব্যাগ ফেলে কাজ শুরু হয়েছে। আশা করছি, ভাঙন রোধে এটা কার্যকর হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে