Ajker Patrika

ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়িতে হামলা, আহত ৩

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়িতে হামলা, আহত ৩

ফরিদপুরের নগরকান্দায় ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় ভুক্তভোগীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে আসামিদের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা ভুক্তভোগীর দৃষ্টি প্রতিবন্ধী বাবা, দাদা ও দাদিকে মারধর করে এবং বাড়ি ভাঙচুর করে। আজ রোববার বিকেলে উপজেলায় ভুক্তভোগীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, তিন মাস আগে লস্করদিয়া গ্রামের মোকলেস মোল্যার ছেলে শাকিল মোল্যা এসএসসি পরীক্ষার্থীকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে জুসের মধ্যে অচেতন ওষুধ সেবন করে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ছবি তুলে রাখে অভিযুক্তরা। পরে ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ওই তরুণীকে আরও কয়েকবার ধর্ষণ করেন। এ ব্যাপারে ভুক্তভোগীর প্রতিবন্ধী বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শাকিল মোল্যা পলাতক রয়েছেন।

মামলার বাদী ভুক্তভোগীর বাবা বলেন, ‘অনেক কষ্ট করে মেয়েকে লেখাপড়া করাচ্ছি। শাকিল আমার মেয়েকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছে। সেই বিচার পেতে আমি আইনে গেছি। মামলা তুলে নিতে আমাকে বারবার হুমকি দিচ্ছে। রোববার বিকেলে শাকিলের বাবা মোকলেস মোল্যা, মামা ইসারত, মুশাসহ ১০/১২ জন লোক আমাদের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর করে। আমরা বাধা দিলে আমাকে, আমার মা-বাবাকে মারধর করে।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ধর্ষণের ঘটনার পর থেকে আসামি শাকিল পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। আজকের ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ করুক। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত