নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালত অবমাননার মামলায় স্বেচ্ছায় আসামি হতে আবেদন করেছেন বিএনপিপন্থী ১৯৫ আইনজীবী। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বুধবার এ বিষয়ে দুটি পৃথক আবেদন করা হয়। এর মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ একটি আবেদন করেন।
এ ছাড়া সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গীয়াস উদ্দিন আহমেদ, অ্যাডহক কমিটির সদস্যসচিব শাহ আহমেদ বাদল, ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুবসহ ১৯৪ আইনজীবী আবেদন করেন।
আজ আবেদন দাখিল করার পর এটি আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ১২৩ নম্বর ক্রমিকে ছিল। তবে সে পর্যন্ত শুনানি হয়নি। এদিকে বৃহস্পতিবার ওই আবেদনের বিষয়ে শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।
গত ২৯ আগস্ট ওই আবেদন করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথি। এ প্রেক্ষাপটে ওই আদালত অবমাননার মামলায় স্বেচ্ছায় আসামি হতে সুপ্রিম কোর্টের ১৯৫ জন আইনজীবী আবেদন করেছেন।
ওই সাত আইনজীবী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

আদালত অবমাননার মামলায় স্বেচ্ছায় আসামি হতে আবেদন করেছেন বিএনপিপন্থী ১৯৫ আইনজীবী। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বুধবার এ বিষয়ে দুটি পৃথক আবেদন করা হয়। এর মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ একটি আবেদন করেন।
এ ছাড়া সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গীয়াস উদ্দিন আহমেদ, অ্যাডহক কমিটির সদস্যসচিব শাহ আহমেদ বাদল, ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুবসহ ১৯৪ আইনজীবী আবেদন করেন।
আজ আবেদন দাখিল করার পর এটি আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ১২৩ নম্বর ক্রমিকে ছিল। তবে সে পর্যন্ত শুনানি হয়নি। এদিকে বৃহস্পতিবার ওই আবেদনের বিষয়ে শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।
গত ২৯ আগস্ট ওই আবেদন করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথি। এ প্রেক্ষাপটে ওই আদালত অবমাননার মামলায় স্বেচ্ছায় আসামি হতে সুপ্রিম কোর্টের ১৯৫ জন আইনজীবী আবেদন করেছেন।
ওই সাত আইনজীবী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে