Ajker Patrika

সাটুরিয়ায় রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়ায় রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ ও দরপত্র অনুযায়ী কাজ না করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এলাকাবাসীর চাপের মুখে বর্তমানে রাস্তার কাজ বন্ধ রয়েছে।

সাটুরিয়া এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, বালিয়াটি জমিদার বাড়ি থেকে রামকৃষ্ণ পর্যন্ত সড়কের পুনঃসংস্কারের কাজটি করছে খান এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 

শনিবার দুপুরে সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে আসেন। কেন কাজ করছেন না জিজ্ঞেস করলে তারা জানান, খোয়া ভালো না, তাই কাজ করতে দিচ্ছেন না এলাকার লোকজন। 
 
স্থানীয় বাসিন্দা লক্ষ্মণ বলেন, এই সড়কে যে খোয়া দিয়ে কাজ করছে তা ভালো মানের নয়। এটি অত্যন্ত নিম্ন মানের। 

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী এ এফএম তৈয়াবুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের আনা ট্রাক ভর্তি নিম্নমানের নির্মাণসামগ্রী ফেরত পাঠানো হয়েছে। ভালো মানের নির্মাণসামগ্রী ও দরপত্র মোতাবেক সড়কের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত