মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইমরান বিশু (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার আসামির উপস্থিতিতে এই রায় দেন।
নিহত উত্তম আকাশ আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি ঢাকার নিউ মার্কেট এলাকায় একটি ছাপাখানায় কাজ করতেন। দণ্ডিত ইমরান বিশু সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকার জামাল মোল্লার ছেলে। নিহত উত্তম আকাশ আলিফের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ইমরান বিশু। সামান্য কথা-কাটাকাটির জেরে তাঁকে খুন করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে দুই বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় উত্তম আকাশ আলিফের সঙ্গে ইমরান বিশুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান তাঁর প্যান্টের বেল্ট খুলে আলিফের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকা থেকে আলিফের লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পরিচয় না পাওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন দীর্ঘ তদন্ত শেষে নিহতের পরিচয়সহ আসামি শনাক্ত করে ইমরান বিশুকে গ্রেপ্তার করেন। ২০২০ সালের ৬ জুন ইমরান বিশুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক আজ এই রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মথুর নাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আফরাফ উদ্দিন আহম্মেদ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

মানিকগঞ্জের সিঙ্গাইরে উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইমরান বিশু (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার আসামির উপস্থিতিতে এই রায় দেন।
নিহত উত্তম আকাশ আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি ঢাকার নিউ মার্কেট এলাকায় একটি ছাপাখানায় কাজ করতেন। দণ্ডিত ইমরান বিশু সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকার জামাল মোল্লার ছেলে। নিহত উত্তম আকাশ আলিফের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ইমরান বিশু। সামান্য কথা-কাটাকাটির জেরে তাঁকে খুন করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে দুই বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় উত্তম আকাশ আলিফের সঙ্গে ইমরান বিশুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান তাঁর প্যান্টের বেল্ট খুলে আলিফের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকা থেকে আলিফের লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পরিচয় না পাওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন দীর্ঘ তদন্ত শেষে নিহতের পরিচয়সহ আসামি শনাক্ত করে ইমরান বিশুকে গ্রেপ্তার করেন। ২০২০ সালের ৬ জুন ইমরান বিশুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক আজ এই রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মথুর নাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আফরাফ উদ্দিন আহম্মেদ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে