নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অপসংস্কৃতির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত রেখে সাংস্কৃতিক আগ্রাসন প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন, ‘স্বীকার করতে দ্বিধা নেই যে অবাধ তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা একটি সাংস্কৃতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সুস্থ ধারার বাঙালি সংস্কৃতি আজ হুমকির সম্মুখীন। তাই তরুণ প্রজন্মের শিল্পীদের প্রতি আমার আহ্বান থাকবে, সকল প্রকার আগ্রাসন বিশেষ করে সাংস্কৃতিক আগ্রাসনকে প্রতিহত করে অপসংস্কৃতির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত রাখতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান হতে সর্বোচ্চ ভূমিকা পালন করুন।’
আজ রোববার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী শব্দসৈনিকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয় জাদুঘর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রধান বিচারপতি বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে, মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিকদের দেখানো পথ ধরে আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনগুলোয় সুস্থ বাঙালি সংস্কৃতির সোনার বাংলা গড়ে তুলে বিশ্বদরবারে বাঙালি সংস্কৃতির মর্যাদা বৃদ্ধি করবে। তবেই আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী শব্দসৈনিকদের আত্মত্যাগ সফল হবে। আমি বিশ্বাস করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থ সংস্কৃতির সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।’
তিনি আরও বলেন, একটি দেশের স্বাধীনতা অর্জনে গণমাধ্যম কতটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বিশ্বে তার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মুক্তিযুদ্ধের সময় অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা দিনের পর দিন রাতের পর রাত জীবন বিপন্ন করে গেরিলা যুদ্ধ চালিয়েছিলেন। আর তাঁদের সেই বীরত্বগাথার খবর দেশে ও বহির্বিশ্বে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। এই বেতার কেন্দ্র হতে প্রচারিত সংবাদ, সংগীত, কবিতা, নাটক, কথিকা, ভাষণ একদিকে যেমন মুক্তিযোদ্ধাদের সাহস ও প্রেরণা যুগিয়েছে, তেমনি বাঙালি জাতিকে একতাবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অপসংস্কৃতির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত রেখে সাংস্কৃতিক আগ্রাসন প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন, ‘স্বীকার করতে দ্বিধা নেই যে অবাধ তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা একটি সাংস্কৃতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সুস্থ ধারার বাঙালি সংস্কৃতি আজ হুমকির সম্মুখীন। তাই তরুণ প্রজন্মের শিল্পীদের প্রতি আমার আহ্বান থাকবে, সকল প্রকার আগ্রাসন বিশেষ করে সাংস্কৃতিক আগ্রাসনকে প্রতিহত করে অপসংস্কৃতির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত রাখতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান হতে সর্বোচ্চ ভূমিকা পালন করুন।’
আজ রোববার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী শব্দসৈনিকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয় জাদুঘর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রধান বিচারপতি বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে, মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিকদের দেখানো পথ ধরে আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনগুলোয় সুস্থ বাঙালি সংস্কৃতির সোনার বাংলা গড়ে তুলে বিশ্বদরবারে বাঙালি সংস্কৃতির মর্যাদা বৃদ্ধি করবে। তবেই আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী শব্দসৈনিকদের আত্মত্যাগ সফল হবে। আমি বিশ্বাস করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থ সংস্কৃতির সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।’
তিনি আরও বলেন, একটি দেশের স্বাধীনতা অর্জনে গণমাধ্যম কতটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বিশ্বে তার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মুক্তিযুদ্ধের সময় অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা দিনের পর দিন রাতের পর রাত জীবন বিপন্ন করে গেরিলা যুদ্ধ চালিয়েছিলেন। আর তাঁদের সেই বীরত্বগাথার খবর দেশে ও বহির্বিশ্বে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। এই বেতার কেন্দ্র হতে প্রচারিত সংবাদ, সংগীত, কবিতা, নাটক, কথিকা, ভাষণ একদিকে যেমন মুক্তিযোদ্ধাদের সাহস ও প্রেরণা যুগিয়েছে, তেমনি বাঙালি জাতিকে একতাবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৬ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে