Ajker Patrika

শ্রীপুরে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা
বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের খানটেক্স কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

কারখানার নারী শ্রমিক জাহানারা বলেন, ‘বৃহস্পতিবার কারখানায় কাজ শেষে বাড়ি যাই। শুক্রবার সাপ্তাহিক ছুটি। আজ শনিবার সকাল সাড়ে ৭টার সময় কারখানায় এসে শুনি কারখানা বন্ধ। আমাদের কোনো কিছু না জানিয়ে, বেতন-ভাতা পরিশোধ না করে একটি নোটিশ টানিয়ে বলছে কারখানা বন্ধ। কারখানা বন্ধ করবে করুক, কিন্তু আমাদের নোটিশে জানাবে, বেতন পরিশোধ করবে, এরপর কারখানা বন্ধ করবে। এসবের কিছু না করেই কারখানা বন্ধ!’

সোনিয়া আক্তার নামে আরেক শ্রমিক বলেন, ‘কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা হাদিসুর রহমান আমাদের প্রতিনিয়ত বকাঝকা করেন। পুরুষ শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। গায়ে পর্যন্ত হাত তোলেন। তবু আমরা পেটের দায়ে সবকিছু মেনে নিয়ে কাজ করি। হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ায় আমাদের অনেক সমস্যা। বেতন পেলে বাসাভাড়া, দোকানের বাকি ও সন্তানদের পড়াশোনার খরচ দিতে হয়। অথচ কারখানা কর্তৃপক্ষ বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিছে।’

কারখানার শ্রমিক ইব্রাহিম বলেন, ‘শ্রমিকেরা সব সময় অবহেলার শিকার। ভালোভাবে কাল বাসায় গেলাম। আজ সকালে কারখানায় এসে দেখি বন্ধের নোটিশ। কারখানা কর্তৃপক্ষ বলছে, বেতন পরে দেবে। কী কারণে বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করছে, সে বিষয়ে কোনো কথা বলছে না কারখানা কর্তৃপক্ষ। আমরা বাসাভাড়া কী করে দেব? দোকান বাকির চাপ। পুলিশ এলেও কোনো সমাধান পাচ্ছি না।’

নোটিশ ছাড়ায় কারখানা বন্ধ করায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা
নোটিশ ছাড়ায় কারখানা বন্ধ করায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. হাদিসুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। বন্ধের সিদ্ধান্ত হঠাৎ করে হওয়ায় শ্রমিকদের জানানো সম্ভব হয়নি। শ্রমিকদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করব? অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত