শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় পিকআপ ভ্যানের চাপায় আশরাফ আলী দরজি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আশরাফ আলীর স্ত্রী, মেয়েসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় ডামুড্যা উপজেলার ২ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী দরজি গোসাইরহাট উপজেলার গরিবেরচর এলাকার মৃত মাহিম আলীর ছেলে। আহতরা হলেন আশরাফ আলীর স্ত্রী রেণুজা বেগম (৫৫), মেয়ে স্বপ্না বেগম (৩৫) ও ভ্যানচালক মাসুদ আলম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আশরাফ আলীকে কুকুর কামড় দেয়। ভ্যাকসিন দেওয়ার জন্য ডামুড্যা উপজেলা হাসপাতালে যাওয়ার পথে ২ নম্বর ব্রিজের ওপর উল্টো দিক থেকে আসা একটি পিকআপ তাঁদের বহন করা ভ্যানটিকে চাপা দেয়। এতে আশরাফ আলী, রেণুজা বেগম, স্বপ্না ও মাসুদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশরাফ আলীকে মৃত ঘোষণা করেন। আশরাফ আলীর স্ত্রী রেণুজা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আশরাফ আলীর মেয়ে স্বপ্না বলেন, ‘কুকুরের কামড়ের ভ্যাকসিন দেওয়ার জন্য বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। উল্টো দিক থেকে আসা পিকআপ আমাদের ভ্যানের ওপরে উঠিয়ে দেয়। এ সময় আমার বাবাসহ আমরা সবাই আহত হই। পরে আমার বাবার মৃত্যু হয়।’
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অভিজিৎ নাগ (অভি) বলেন, ‘আশরাফ আলীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। আমরা তাঁর স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পাঠিয়েছি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।’
ডামড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় মামলায় প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরীয়তপুরের ডামুড্যায় পিকআপ ভ্যানের চাপায় আশরাফ আলী দরজি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আশরাফ আলীর স্ত্রী, মেয়েসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় ডামুড্যা উপজেলার ২ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী দরজি গোসাইরহাট উপজেলার গরিবেরচর এলাকার মৃত মাহিম আলীর ছেলে। আহতরা হলেন আশরাফ আলীর স্ত্রী রেণুজা বেগম (৫৫), মেয়ে স্বপ্না বেগম (৩৫) ও ভ্যানচালক মাসুদ আলম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আশরাফ আলীকে কুকুর কামড় দেয়। ভ্যাকসিন দেওয়ার জন্য ডামুড্যা উপজেলা হাসপাতালে যাওয়ার পথে ২ নম্বর ব্রিজের ওপর উল্টো দিক থেকে আসা একটি পিকআপ তাঁদের বহন করা ভ্যানটিকে চাপা দেয়। এতে আশরাফ আলী, রেণুজা বেগম, স্বপ্না ও মাসুদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশরাফ আলীকে মৃত ঘোষণা করেন। আশরাফ আলীর স্ত্রী রেণুজা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আশরাফ আলীর মেয়ে স্বপ্না বলেন, ‘কুকুরের কামড়ের ভ্যাকসিন দেওয়ার জন্য বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। উল্টো দিক থেকে আসা পিকআপ আমাদের ভ্যানের ওপরে উঠিয়ে দেয়। এ সময় আমার বাবাসহ আমরা সবাই আহত হই। পরে আমার বাবার মৃত্যু হয়।’
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অভিজিৎ নাগ (অভি) বলেন, ‘আশরাফ আলীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। আমরা তাঁর স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পাঠিয়েছি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।’
ডামড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় মামলায় প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে