
ঢাকার সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং তাঁর ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমরের বাড়িতে হামলার সময় প্রতিরোধ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন পাঁচ-ছয়জন। পরে তাঁরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
জানা যায়, গতকাল সকালে রাজীব-সমরের বাড়ি রাজ মঞ্জুরির উদ্দেশে ‘মার্চ টু মঞ্জুরি’ কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ঘোষণা অনুযায়ী, সন্ধ্যার পর তারা হেমায়েতপুরের মঞ্জুরুল আলম রাজীবের বাস ভবনের রাজ মঞ্জুরির সামনে লাঠিসোঁটা হাতে উপস্থিত হয়ে তাঁদের বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়িটি ভাঙচুর শুরু করে।
এ সময় স্থানীয় বাসিন্দা পরিচয়ে বেশ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে ছাত্র-জনতাকে ধাওয়া দেন এবং হামলা করেন।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘তারা (রাজীব-সমর) তো বাড়িতে নেই, তাহলে ভাঙচুর কেন করতে হবে। এখানে আগুন দিলে আশপাশের বাড়ি-ঘরে আগুন ছড়িয়ে পড়বে। প্রথমে আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি। কথা না শোনায় আমরা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়েছি।’
আরেক বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘ওরা (ভাঙচুরকারী) আজকে এই বাড়িতে আগুন দিতে আসছে। এখানে আগুন দিলে এলাকায় আগুন ছড়িয়ে পড়বে। আমরা এটা হতে দিতে পারি না।’

আহতদের দাবি, পূর্বঘোষণা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাভারে গণহত্যার নির্দেশদাতা সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীব ও তাঁর ভাই সমরের বাড়িতে যান। এ সময় আওয়ামী লীগের দোসরেরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
আহত মো. তুহিন আহমেদ বলেন, ‘দেশে আওয়ামী লীগের সময় ছাত্র-জনতার ওপরে সবচেয়ে বেশি যার মদদে হত্যাকাণ্ড হয়েছে, সে হচ্ছে সাভারের রাজীব। আমরা খবর পেয়েছি হেমায়েতপুরে তার বাড়িতে সাঙ্গপাঙ্গরা অবস্থান করতেছে। দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য। সেই হিসেবে আমরা ছাত্র-জনতা সেই অভিমুখে রওনা করি। আমরা থানাকেও অবহিত করি। ওখানে মাইকে আমরা এলাকাবাসীকে জানিয়ে দিই যে আপনাদের সঙ্গে আমাদের কোনো ধরনের দ্বন্দ্ব নেই। আমরা রাজীবের বাড়িতে ঢোকার পরে আশপাশে আওয়ামী লীগের যে সাঙ্গপাঙ্গ ছিল তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’
মঞ্জুরুল আলম রাজীব ও তাঁর ছোট ভাই সমর গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৮ মিনিট আগে