নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ফরফরিয়া গ্রামের আব্দুল কাইয়ুম নিজামীর মেয়ে ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিয়া তাজিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, জাকিয়া তাজিন যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, বিশেষ শাখা (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ জারি করেন।
দুদকের উপপরিচালক কমলেশ মন্ডল নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানান। আবেদনে জাকিয়া তাজিনের বর্তমান ঠিকানা উল্লেখ করা হয়েছে গুলশান-১ এর ১২৩ নম্বর সড়কের ৩৭ নম্বর বাড়ির ২ নম্বর ফ্ল্যাট।
আবেদনে বলা হয়েছে, জাকিয়া তাজিনের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজনপূর্বক পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা বন্ধক দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচার করার অভিযোগ দুদকে অনুসন্ধান চলছে।
আবেদনে আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে জাকিয়া তাজিন যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন। দেশ ছেড়ে পালাতে সক্ষম হলে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে ও দীর্ঘায়িত হতে পারে। এ কারণে তাঁর বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
উল্লেখ্য, পটুয়াখালী উপকূলের পানি উন্নয়ন বোর্ডের জায়গা বন্ধক রেখে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়ার অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে দুদকে।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ফরফরিয়া গ্রামের আব্দুল কাইয়ুম নিজামীর মেয়ে ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিয়া তাজিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, জাকিয়া তাজিন যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, বিশেষ শাখা (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ জারি করেন।
দুদকের উপপরিচালক কমলেশ মন্ডল নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানান। আবেদনে জাকিয়া তাজিনের বর্তমান ঠিকানা উল্লেখ করা হয়েছে গুলশান-১ এর ১২৩ নম্বর সড়কের ৩৭ নম্বর বাড়ির ২ নম্বর ফ্ল্যাট।
আবেদনে বলা হয়েছে, জাকিয়া তাজিনের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজনপূর্বক পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা বন্ধক দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচার করার অভিযোগ দুদকে অনুসন্ধান চলছে।
আবেদনে আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে জাকিয়া তাজিন যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন। দেশ ছেড়ে পালাতে সক্ষম হলে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে ও দীর্ঘায়িত হতে পারে। এ কারণে তাঁর বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
উল্লেখ্য, পটুয়াখালী উপকূলের পানি উন্নয়ন বোর্ডের জায়গা বন্ধক রেখে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়ার অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে দুদকে।

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৮ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
২৬ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৩৬ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
৪১ মিনিট আগে