নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নবী উল্লাহ নবী ও মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মসুর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে থানা-পুলিশের পরিদর্শক ফেরদৌস আহমেদ বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখান।
গতকাল মঙ্গলবার এই আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম আজ ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে দুজনকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। আজ শুনানির সময় দুজনকেই আদালতে হাজির করা হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল গ্রেপ্তার দেখানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নবী উল্লাহ নবীকে যাত্রাবাড়ী থানার একটি নাশকতার মামলায় এবং কাজী মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় গতকাল কারাগারে পাঠানো হয়।
৬ জানুয়ারি বিকেলে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে ৫ জানুয়ারি রাত ৯টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়।
মামলায় আরও বলা হয়, আগুন দেওয়ার এ ঘটনায় ঘটনাস্থলে চারজন মৃত্যুবরণ করেন এবং কয়েকজন আহত হন—যাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নবী ও মনসুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন দেওয়ার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতা নবী উল্লাহ ও মনসুর। অন্যদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনে অগ্নিসংযোগের পরিকল্পনা করেন এ দুজন।
তদন্ত কর্মকর্তার আবেদনে আরও উল্লেখ করেন, তাঁরা দুজনই ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নবী উল্লাহ নবী ও মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মসুর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে থানা-পুলিশের পরিদর্শক ফেরদৌস আহমেদ বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখান।
গতকাল মঙ্গলবার এই আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম আজ ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে দুজনকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। আজ শুনানির সময় দুজনকেই আদালতে হাজির করা হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল গ্রেপ্তার দেখানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নবী উল্লাহ নবীকে যাত্রাবাড়ী থানার একটি নাশকতার মামলায় এবং কাজী মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় গতকাল কারাগারে পাঠানো হয়।
৬ জানুয়ারি বিকেলে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে ৫ জানুয়ারি রাত ৯টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়।
মামলায় আরও বলা হয়, আগুন দেওয়ার এ ঘটনায় ঘটনাস্থলে চারজন মৃত্যুবরণ করেন এবং কয়েকজন আহত হন—যাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নবী ও মনসুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন দেওয়ার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতা নবী উল্লাহ ও মনসুর। অন্যদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনে অগ্নিসংযোগের পরিকল্পনা করেন এ দুজন।
তদন্ত কর্মকর্তার আবেদনে আরও উল্লেখ করেন, তাঁরা দুজনই ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে