নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকে হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাজধানীর রাজপথে নেমেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ। ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত মিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মিছিলে প্রথম সারির শিক্ষার্থীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে নেমে আসেন রাজপথে। ঢাকা তেজগাঁও পলিটেকনিক লতিফ হলের গেট থেকে শুরু হয়ে সাতরাস্তা প্রধান সড়ক ঘুরে পলিটেকনিক দক্ষিণ গেটে এসে মিছিল শেষ হয়। বিক্ষোভের সময় রাজধানীর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

তা ছাড়া একই সময়ে সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একই ধরনের মিছিলের আয়োজন করেন।
মিছিল চলাকালীন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী অমিত হাসান বলেন, ‘আমাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক ফলপ্রসূ হয়নি। সরকার চায় না বিষয়টি সমাধান হোক। যত দিন দাবি পূরণ না হবে, তত দিন আমরা রাজপথ ছাড়ব না।’

এর আগে আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানোয় রেল অবরোধ কর্মসূচি শিথিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে গতকাল তিন ঘণ্টা বৈঠক করেন কারিগরির শিক্ষার্থীরা। পরে আলোচনা সন্তুষ্ট হয়নি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
বুধবারও (১৬ এপ্রিল) শিক্ষার্থীরা তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কেও অবস্থান নেন তাঁরা।

ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকে হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাজধানীর রাজপথে নেমেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ। ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত মিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মিছিলে প্রথম সারির শিক্ষার্থীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে নেমে আসেন রাজপথে। ঢাকা তেজগাঁও পলিটেকনিক লতিফ হলের গেট থেকে শুরু হয়ে সাতরাস্তা প্রধান সড়ক ঘুরে পলিটেকনিক দক্ষিণ গেটে এসে মিছিল শেষ হয়। বিক্ষোভের সময় রাজধানীর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

তা ছাড়া একই সময়ে সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একই ধরনের মিছিলের আয়োজন করেন।
মিছিল চলাকালীন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী অমিত হাসান বলেন, ‘আমাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক ফলপ্রসূ হয়নি। সরকার চায় না বিষয়টি সমাধান হোক। যত দিন দাবি পূরণ না হবে, তত দিন আমরা রাজপথ ছাড়ব না।’

এর আগে আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানোয় রেল অবরোধ কর্মসূচি শিথিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে গতকাল তিন ঘণ্টা বৈঠক করেন কারিগরির শিক্ষার্থীরা। পরে আলোচনা সন্তুষ্ট হয়নি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
বুধবারও (১৬ এপ্রিল) শিক্ষার্থীরা তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কেও অবস্থান নেন তাঁরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে