
রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের নেতা-কর্মীরা গণপরিবহনে আসার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নানা বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। পক্ষান্তরে যুবলীগের নেতা-কর্মীরা দলীয় পতাকা দেখালে পুলিশ তাঁদের পরিবহন ছেড়ে দিচ্ছে বলেও অভিযোগ উঠছে।
বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, পুলিশ চেকপোস্টে তাঁদের বাস থামিয়ে নামিয়ে যাত্রীসহ নামিয়ে দিচ্ছে। পরে তাঁরা নানা উপায়ে ঢাকা সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছেন।
সরেজমিন যায়, শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বসানো হয়েছে বেশ কয়েকটি তল্লাশি চেকপোস্ট। এসব চেকপোস্টে সরকারদলীয় নেতা-কর্মী পরিচয় দিয়ে চলে যেতে পারলেও, বিএনপির নেতা-কর্মীদের ব্যবহৃত গণপরিবহন থেকে নামিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগ শান্তি সমাবেশে যোগ দিতে দলের নেতা-কর্মীরা ব্যবহার করছেন দলীয় পতাকা। দলীয় পতাকা দেখালে ছেড়ে দেওয়া হচ্ছে নেতা-কর্মীদের।
দেখা যায়, ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে যুবলীগের ব্যবহৃত ইমাম পরিবহনের দুটি বাসকে উপজেলার জৈনা বাজার এলাকায় একটি চেকপোস্টে গতিরোধ করা হয়। এ সময় যুবলীগের নেতা-কর্মীরা সংগঠনের পতাকা দেখানোর পরপরই তাঁদের ছেড়ে দেয় পুলিশ।
ভালুকা থেকে সমাবেশে যোগ দিতে আলম এশিয়া পরিবহনের একটি বাসে রওনা দেন স্থানীয় বিএনপির ২৫ জন নেতা-কর্মী। জৈনা বাজার পৌঁছামাত্র পুলিশ তাঁদের বাস থেকে নামিয়ে দেয়। এরপর লোকাল বাসে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন।
বিএনপির মহাসমাবেশে যোগ দিতে বাসে রওনা হয়েছেন শেরপুর জেলার বাসিন্দা যুবলীগ নেতা ইমরান খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ থেকে একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে রওনা হয়েছি। কয়েকটি চেকপোস্ট পার হয়ে মাওনা চৌরাস্তা এলাকায় আসার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ আমাদের গাড়ির গতিরোধ করে গাড়ি থেকে নামিয়ে দেয়।’
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নেতা-কর্মীরা মহাসমাবেশে যোগদান করতে পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন। অথচ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে না। তবুও নেতা-কর্মীরা বাধা পেরিয়ে সমাবেশে যাচ্ছে।’
জৈনা বাজার এলাকার তল্লাশি চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই ইসমাঈল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ নিরাপত্তার বিষয়ে কাজ করছে। জননিরাপত্তার স্বার্থে এ তল্লাশি।’

রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের নেতা-কর্মীরা গণপরিবহনে আসার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নানা বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। পক্ষান্তরে যুবলীগের নেতা-কর্মীরা দলীয় পতাকা দেখালে পুলিশ তাঁদের পরিবহন ছেড়ে দিচ্ছে বলেও অভিযোগ উঠছে।
বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, পুলিশ চেকপোস্টে তাঁদের বাস থামিয়ে নামিয়ে যাত্রীসহ নামিয়ে দিচ্ছে। পরে তাঁরা নানা উপায়ে ঢাকা সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছেন।
সরেজমিন যায়, শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বসানো হয়েছে বেশ কয়েকটি তল্লাশি চেকপোস্ট। এসব চেকপোস্টে সরকারদলীয় নেতা-কর্মী পরিচয় দিয়ে চলে যেতে পারলেও, বিএনপির নেতা-কর্মীদের ব্যবহৃত গণপরিবহন থেকে নামিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগ শান্তি সমাবেশে যোগ দিতে দলের নেতা-কর্মীরা ব্যবহার করছেন দলীয় পতাকা। দলীয় পতাকা দেখালে ছেড়ে দেওয়া হচ্ছে নেতা-কর্মীদের।
দেখা যায়, ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে যুবলীগের ব্যবহৃত ইমাম পরিবহনের দুটি বাসকে উপজেলার জৈনা বাজার এলাকায় একটি চেকপোস্টে গতিরোধ করা হয়। এ সময় যুবলীগের নেতা-কর্মীরা সংগঠনের পতাকা দেখানোর পরপরই তাঁদের ছেড়ে দেয় পুলিশ।
ভালুকা থেকে সমাবেশে যোগ দিতে আলম এশিয়া পরিবহনের একটি বাসে রওনা দেন স্থানীয় বিএনপির ২৫ জন নেতা-কর্মী। জৈনা বাজার পৌঁছামাত্র পুলিশ তাঁদের বাস থেকে নামিয়ে দেয়। এরপর লোকাল বাসে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন।
বিএনপির মহাসমাবেশে যোগ দিতে বাসে রওনা হয়েছেন শেরপুর জেলার বাসিন্দা যুবলীগ নেতা ইমরান খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ থেকে একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে রওনা হয়েছি। কয়েকটি চেকপোস্ট পার হয়ে মাওনা চৌরাস্তা এলাকায় আসার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ আমাদের গাড়ির গতিরোধ করে গাড়ি থেকে নামিয়ে দেয়।’
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নেতা-কর্মীরা মহাসমাবেশে যোগদান করতে পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন। অথচ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে না। তবুও নেতা-কর্মীরা বাধা পেরিয়ে সমাবেশে যাচ্ছে।’
জৈনা বাজার এলাকার তল্লাশি চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই ইসমাঈল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ নিরাপত্তার বিষয়ে কাজ করছে। জননিরাপত্তার স্বার্থে এ তল্লাশি।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৭ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১৯ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে