সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার বাহেরটেক গ্রাম। পিচঢালাই মূল সড়ক থেকে এবড়োখেবড়ো মাটির সংযোগ সড়কে কিছুটা যেতেই ৬৫ শতাংশ জমিতে গড়ে তোলা হয়েছে বিতর্কিত মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এইজ’। বাহেরটেকে প্রায় জনমানবহীন নির্জন এই এলাকায় গড়ে তোলা হয়েছে ছয়তলা ভবন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদক সরেজমিন সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এইজে যান। মিল্টন সমাদ্দার গ্রেপ্তারের পর সতর্ক অবস্থানে প্রতিষ্ঠানে কর্তব্যরত ব্যক্তিরা। এ সময় গণমাধ্যমকর্মী পরিচয় দিলেও ভেতরে যাওয়ার অনুমতি মেলেনি। তাই বাইরে থেকেই যতটা সম্ভব জানার চেষ্টা করা হয়েছে। ভবনের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়তলা ভবনের নিচতলা স্টাফদের অফিস, ওপরে থাকেন আশ্রিতরা। ভবনের বাইরে একটি টিনশেড ঘর। যা গ্যারেজ ও ক্যানটিন হিসেবে ব্যবহৃত হয়।
ভবনের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ভবনের কার্যক্রম শুরু হয়েছে প্রায় দুই মাস আগে। এখানে শিশু-বৃদ্ধ মিলিয়ে ৪০-৫০ জন আশ্রিত আছেন। এই প্রতিষ্ঠানের পেছনে থাকা জমির এক প্রভাবশালী মালিকের সঙ্গে রাস্তা নিয়ে বিরোধের জেরে কিছুদিন আগে হাতাহাতির ঘটনাও ঘটে। কর্মচারীদের দাবি, সে সময় বিষয়টি এখানে বসেই মীমাংসা করার পরও পরবর্তী সময়ে প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়।
বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের বাসিন্দা সাহেব আলী। এই প্রতিষ্ঠানে ছয়তলা ভবনের নির্মাণকাজের সঙ্গে প্রায় তিন বছর ধরে যুক্ত আছেন তিনি। নিয়মিতই এখানে যাওয়া আসা। হঠাৎ করে ওঠা এমন অভিযোগে তিনিও অবাক। তিনি বলেন, ‘আগে তো কোনো দিন এমন কিছু শুনিনি। হঠাৎ ৭ থেকে ১০ দিন ধরে অনেক কথা শুনতেছি। মিল্টন সমাদ্দার এখানে দুই-একদিন পরপরই আসতেন। আমরা চাই এসব বিষয় সুষ্ঠু তদন্ত হোক। ঈদের কয়েক দিন আগে এখানে জমি ও রাস্তা নিয়ে ঝামেলা হয়। আমরা শুনেছি, রাস্তা নিয়ে ধস্তাধস্তি হয়েছে।’
আরও পড়ুন:

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার বাহেরটেক গ্রাম। পিচঢালাই মূল সড়ক থেকে এবড়োখেবড়ো মাটির সংযোগ সড়কে কিছুটা যেতেই ৬৫ শতাংশ জমিতে গড়ে তোলা হয়েছে বিতর্কিত মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এইজ’। বাহেরটেকে প্রায় জনমানবহীন নির্জন এই এলাকায় গড়ে তোলা হয়েছে ছয়তলা ভবন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদক সরেজমিন সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এইজে যান। মিল্টন সমাদ্দার গ্রেপ্তারের পর সতর্ক অবস্থানে প্রতিষ্ঠানে কর্তব্যরত ব্যক্তিরা। এ সময় গণমাধ্যমকর্মী পরিচয় দিলেও ভেতরে যাওয়ার অনুমতি মেলেনি। তাই বাইরে থেকেই যতটা সম্ভব জানার চেষ্টা করা হয়েছে। ভবনের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়তলা ভবনের নিচতলা স্টাফদের অফিস, ওপরে থাকেন আশ্রিতরা। ভবনের বাইরে একটি টিনশেড ঘর। যা গ্যারেজ ও ক্যানটিন হিসেবে ব্যবহৃত হয়।
ভবনের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ভবনের কার্যক্রম শুরু হয়েছে প্রায় দুই মাস আগে। এখানে শিশু-বৃদ্ধ মিলিয়ে ৪০-৫০ জন আশ্রিত আছেন। এই প্রতিষ্ঠানের পেছনে থাকা জমির এক প্রভাবশালী মালিকের সঙ্গে রাস্তা নিয়ে বিরোধের জেরে কিছুদিন আগে হাতাহাতির ঘটনাও ঘটে। কর্মচারীদের দাবি, সে সময় বিষয়টি এখানে বসেই মীমাংসা করার পরও পরবর্তী সময়ে প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়।
বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের বাসিন্দা সাহেব আলী। এই প্রতিষ্ঠানে ছয়তলা ভবনের নির্মাণকাজের সঙ্গে প্রায় তিন বছর ধরে যুক্ত আছেন তিনি। নিয়মিতই এখানে যাওয়া আসা। হঠাৎ করে ওঠা এমন অভিযোগে তিনিও অবাক। তিনি বলেন, ‘আগে তো কোনো দিন এমন কিছু শুনিনি। হঠাৎ ৭ থেকে ১০ দিন ধরে অনেক কথা শুনতেছি। মিল্টন সমাদ্দার এখানে দুই-একদিন পরপরই আসতেন। আমরা চাই এসব বিষয় সুষ্ঠু তদন্ত হোক। ঈদের কয়েক দিন আগে এখানে জমি ও রাস্তা নিয়ে ঝামেলা হয়। আমরা শুনেছি, রাস্তা নিয়ে ধস্তাধস্তি হয়েছে।’
আরও পড়ুন:

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে