নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়সহ ২১টি স্থানে ধারাবাহিক ককটেল হামলা ও অগ্নিসংযোগের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন ও মুগদা এবং মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা যুবদলের নেতা-কর্মী বলে জানা গেছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খ.মহিদ উদ্দিন এতথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল, আশিকুর রহমান পান্না, সুমন হোসেন রনি ও বিল্লাল হোসেন।
তিনি বলেন, গত ৩০ নভেম্বর সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ঢাকা বিভাগীয় কমিশনার তথা রিটার্নিং অফিসারের কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরেই রমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি টিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে।
তদন্তের একপর্যায়ে সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, দুষ্কৃতকারী আশিকুর রহমান পান্না বিভাগীয় কমিশনার কার্যালয়ের পূর্ব পাশে অবস্থিত জাতীয় রাজস্ব ভবনের ছাদ থেকে
ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। ককটেল নিক্ষেপকারী পান্না রাজস্ব ভবনের সিঁড়ি ব্যবহার করে একটি লাল-সাদা রঙের শপিং ব্যাগ হাতে নিয়ে একাই ভবনের ছাদে উঠে এবং বিস্ফোরণ ঘটানোর পর খালি হাতে ভবন থেকে বের হয়ে যায়।
রাজস্ব ভবন সংশ্লিষ্ট বিভিন্ন রাস্তার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে পান্নার পরিচয় নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পান্না ও শফিকুল ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটানোসহ রাজধানীর রমনা ও মতিঝিল এলাকায় আরও চারটি স্থানে ককটেল বিস্ফোরণে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরে পান্নার তথ্যমতে ও রমনা থানা-পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে পল্টন চামেলীবাগ থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। রমনা থানা পুলিশ অধিকতর তথ্য প্রযুক্তি ও সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে পান্না ও শফিকুলের ৯টি নাশকতার ঘটনায় একত্রে জড়িত থাকার প্রমাণ আছে বলে দাবি করছে পুলিশ।
এ সময় খ. মহিদ উদ্দীন বলেন, ককটেল হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতেই। প্রাথমিক তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েই আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা খুব রক্ষণশীল ভূমিকা পালন করছি। নিরীহ কাউকে গ্রেপ্তার করছি না।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়সহ ২১টি স্থানে ধারাবাহিক ককটেল হামলা ও অগ্নিসংযোগের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন ও মুগদা এবং মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা যুবদলের নেতা-কর্মী বলে জানা গেছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খ.মহিদ উদ্দিন এতথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল, আশিকুর রহমান পান্না, সুমন হোসেন রনি ও বিল্লাল হোসেন।
তিনি বলেন, গত ৩০ নভেম্বর সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ঢাকা বিভাগীয় কমিশনার তথা রিটার্নিং অফিসারের কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরেই রমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি টিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে।
তদন্তের একপর্যায়ে সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, দুষ্কৃতকারী আশিকুর রহমান পান্না বিভাগীয় কমিশনার কার্যালয়ের পূর্ব পাশে অবস্থিত জাতীয় রাজস্ব ভবনের ছাদ থেকে
ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। ককটেল নিক্ষেপকারী পান্না রাজস্ব ভবনের সিঁড়ি ব্যবহার করে একটি লাল-সাদা রঙের শপিং ব্যাগ হাতে নিয়ে একাই ভবনের ছাদে উঠে এবং বিস্ফোরণ ঘটানোর পর খালি হাতে ভবন থেকে বের হয়ে যায়।
রাজস্ব ভবন সংশ্লিষ্ট বিভিন্ন রাস্তার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে পান্নার পরিচয় নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পান্না ও শফিকুল ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটানোসহ রাজধানীর রমনা ও মতিঝিল এলাকায় আরও চারটি স্থানে ককটেল বিস্ফোরণে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরে পান্নার তথ্যমতে ও রমনা থানা-পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে পল্টন চামেলীবাগ থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। রমনা থানা পুলিশ অধিকতর তথ্য প্রযুক্তি ও সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে পান্না ও শফিকুলের ৯টি নাশকতার ঘটনায় একত্রে জড়িত থাকার প্রমাণ আছে বলে দাবি করছে পুলিশ।
এ সময় খ. মহিদ উদ্দীন বলেন, ককটেল হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতেই। প্রাথমিক তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েই আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা খুব রক্ষণশীল ভূমিকা পালন করছি। নিরীহ কাউকে গ্রেপ্তার করছি না।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে