নারায়ণগঞ্জ প্রতিনিধি

দুই মাসের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচলের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ শনিবার দুপুরে শহরের শেখ রাসেল পার্কে সাংবাদিকদের এ আশ্বাসের কথা জানান রেলমন্ত্রী। চাষাঢ়া রেলস্টেশন থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে ভূমি-সংক্রান্ত জটিলতা সরেজমিন পরিদর্শনে আসেন তিনি।
এ সময় রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে পদ্মা সেতুর রেল সংযোগ প্রজেক্টের জন্য ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আমার ধারণা, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। তখন আবার আমরা ট্রেন চালু করতে পারব।’
মন্ত্রী বলেন, বাংলাদেশের সব যানবাহনের ভাড়া বেড়েছে। শুধু রেলপথে ভাড়া বাড়েনি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ট্রেন হচ্ছে সেবামূলক। সাধারণ মানুষের আরামদায়ক চলাচলের কথা চিন্তা করেই সব কাজ করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ‘নারায়ণগঞ্জে আজকের পরিদর্শনের মূল বিষয় আমাদের কাজে সমন্বয় তৈরি করা। বিশেষ করে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের কিছু জায়গা রয়েছে, যা ফার্স্ট গেট থেকে স্টেশন পর্যন্ত। ডাবল লাইন যেহেতু হচ্ছে, তাই আমাদের কিছু জায়গাসংকট পড়েছিল। সড়কের কিছু অংশ যদি রেলওয়ের কাছে আসে, তাহলেই এই সমস্যা আর থাকে না। অনেকের ধারণা ছিল, রাস্তাই তাতে বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ মেয়র ও আমি সরেজমিন রাস্তা পরিদর্শন করলাম। সেটি দেখতেই আমাদের আসা। রেলওয়ের অন্য কর্মকর্তারাও দেখেছেন।’
সুজন বলেন, ‘ডাবল লেনের কাজ অনেকটা থিওরিটিক্যালি বন্ধের উপক্রম হয়েছিল। এই রেলপথ নারায়ণগঞ্জবাসীর জন্যই হচ্ছে। আমার মনে হয়, কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। ডাবল লেন হলে কমপক্ষে ৫০টি ট্রেন আপ-ডাউন করতে পারবে। জনগণের সমস্যা সমাধানেই আমাদের ছুটে আসা।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, রেলওয়ে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।

দুই মাসের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচলের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ শনিবার দুপুরে শহরের শেখ রাসেল পার্কে সাংবাদিকদের এ আশ্বাসের কথা জানান রেলমন্ত্রী। চাষাঢ়া রেলস্টেশন থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে ভূমি-সংক্রান্ত জটিলতা সরেজমিন পরিদর্শনে আসেন তিনি।
এ সময় রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে পদ্মা সেতুর রেল সংযোগ প্রজেক্টের জন্য ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আমার ধারণা, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। তখন আবার আমরা ট্রেন চালু করতে পারব।’
মন্ত্রী বলেন, বাংলাদেশের সব যানবাহনের ভাড়া বেড়েছে। শুধু রেলপথে ভাড়া বাড়েনি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ট্রেন হচ্ছে সেবামূলক। সাধারণ মানুষের আরামদায়ক চলাচলের কথা চিন্তা করেই সব কাজ করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ‘নারায়ণগঞ্জে আজকের পরিদর্শনের মূল বিষয় আমাদের কাজে সমন্বয় তৈরি করা। বিশেষ করে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের কিছু জায়গা রয়েছে, যা ফার্স্ট গেট থেকে স্টেশন পর্যন্ত। ডাবল লাইন যেহেতু হচ্ছে, তাই আমাদের কিছু জায়গাসংকট পড়েছিল। সড়কের কিছু অংশ যদি রেলওয়ের কাছে আসে, তাহলেই এই সমস্যা আর থাকে না। অনেকের ধারণা ছিল, রাস্তাই তাতে বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ মেয়র ও আমি সরেজমিন রাস্তা পরিদর্শন করলাম। সেটি দেখতেই আমাদের আসা। রেলওয়ের অন্য কর্মকর্তারাও দেখেছেন।’
সুজন বলেন, ‘ডাবল লেনের কাজ অনেকটা থিওরিটিক্যালি বন্ধের উপক্রম হয়েছিল। এই রেলপথ নারায়ণগঞ্জবাসীর জন্যই হচ্ছে। আমার মনে হয়, কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। ডাবল লেন হলে কমপক্ষে ৫০টি ট্রেন আপ-ডাউন করতে পারবে। জনগণের সমস্যা সমাধানেই আমাদের ছুটে আসা।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, রেলওয়ে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৯ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে