নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন সংলাপের আর কোনো সুযোগ নেই উল্লেখ করে যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে দলের অবস্থান কী হবে, তা আলোচনার পর জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠি পৌঁছে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে জাতীয় পার্টি ও বিএনপি পিটার হাসের মাধ্যমে চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিল।
এদিকে চিঠি পাওয়ার বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের সংবাদমাধ্যমকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া সংলাপের চিঠি নিয়ে পারলে আজই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। দলের সহকর্মীদের সঙ্গে আলোচনা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’
ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর পিটার হাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই যুক্তরাষ্ট্রের চাওয়া। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হোক, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
সংলাপের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিঃশর্ত সংলাপের আলোচনা বিএনপিকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা শর্ত জুড়ে দিয়েছিল। যেকোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানতে পেরেছি। সুতরাং সময় পেরিয়ে গেছে। সংলাপ হলে কাউকে বাদ দিয়ে সম্ভব নয়। এই সময়ে সংলাপ সম্ভব কি না, সেটাই বিষয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপের জন্য যে সময় প্রয়োজন, সেই সময় এখন আর নেই। দেশের শতাধিক রাজনৈতিক দল রয়েছে। দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে গেলে সময় প্রয়োজন, তা এখন নেই।’
এদিকে আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন সংলাপের আর কোনো সুযোগ নেই উল্লেখ করে যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে দলের অবস্থান কী হবে, তা আলোচনার পর জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠি পৌঁছে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে জাতীয় পার্টি ও বিএনপি পিটার হাসের মাধ্যমে চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিল।
এদিকে চিঠি পাওয়ার বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের সংবাদমাধ্যমকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া সংলাপের চিঠি নিয়ে পারলে আজই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। দলের সহকর্মীদের সঙ্গে আলোচনা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’
ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর পিটার হাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই যুক্তরাষ্ট্রের চাওয়া। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হোক, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
সংলাপের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিঃশর্ত সংলাপের আলোচনা বিএনপিকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা শর্ত জুড়ে দিয়েছিল। যেকোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানতে পেরেছি। সুতরাং সময় পেরিয়ে গেছে। সংলাপ হলে কাউকে বাদ দিয়ে সম্ভব নয়। এই সময়ে সংলাপ সম্ভব কি না, সেটাই বিষয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপের জন্য যে সময় প্রয়োজন, সেই সময় এখন আর নেই। দেশের শতাধিক রাজনৈতিক দল রয়েছে। দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে গেলে সময় প্রয়োজন, তা এখন নেই।’
এদিকে আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
১০ মিনিট আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১৯ মিনিট আগে
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
১ ঘণ্টা আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে