নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগপূর্তি উপলক্ষে শুরু হলো তিন দিনব্যাপী উৎসব। গতকাল বুধবার ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ফ্রান্সের লালনপন্থী সাধিকা ফকির দেবোরাহ জান্নাত।
চর্যাপদ বাংলাভাষার প্রাচীনতম নিদর্শন। এটি প্রাচীন বৌদ্ধ সাধকদের লেখা গীতির সংকলন। চর্যাপদের পদগুলোতে প্রাচীন বাংলার সমাজের নানা দিকের চিত্র পাওয়া যায়।
১৯০৭ খ্রিষ্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে গবেষক হরপ্রসাদ শাস্ত্রী এর পাণ্ডুলিপি আবিষ্কার ও সংগ্রহ করেন।
ভাবনগর সাধুসঙ্গের সাধকশিল্পীরা সাম্প্রতিককালে সুদূর অতীতের সেই ঐতিহ্যের চর্চা ও সংরক্ষণের লক্ষ্যে চর্যাপদের গানের পুনর্জাগরণের কার্যক্রম শুরু করেন।
শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দেবোরাহ জান্নাত বলেন, ‘আদি সংস্কৃতির মধ্যেই মানবের মুক্তি। চর্যাপদের গানে তার নির্দেশনা রয়েছে। আজকে সাধকেরা যে চর্যাপদের গানের পুনর্জাগরণ করেছেন, তা এদেশের প্রাচীন সাধনার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে দিচ্ছে।’
দেবোরাহ জান্নাত বক্তব্যের পাশাপাশি চর্যাপদের ৬ নম্বর পদ পাঠ করে শোনান।
বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষক ড. কিথ ই কান্তু বলেন, ‘চর্যাপদের গানের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের সাধকেরা তাঁদের যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়।’
স্বাগত ভাষণ দেন লোকসংস্কৃতি গবেষক সাইমন জাকারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের পরে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে চর্যাগান পরিবেশন করেন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আসা শিল্পী বাবুল আক্তার বাচ্চু, লুৎফর রহমান, আফজাল হোসেনসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা সমবেতভাবে লুইপা রচিত চর্যাপদের প্রথম পদটি পরিবেশন করেন। আয়োজনে ভাবনগরের নিয়মিত প্রকাশনার জুন সংখ্যা এবং চর্যাপদ পুনর্জাগরণ উৎসব স্মারকের প্রকাশনা উন্মোচন করা হয়।
চর্যাপদ পুনর্জাগরণ উৎসব-২০২৫ চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। দ্বিতীয় দিন আজ বেলা সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বাংলাদেশের চর্যাপদের গানের পুনর্জাগরণের সাধকশিল্পীদের অংশগ্রহণে সংগীত-সেমিনার অনুষ্ঠিত হবে। ‘চর্যা-সাধনার উত্তরাধিকার: অতীশ-চৈতন্য-লালন’ শীর্ষক সংগীত-সেমিনারে প্রাচীন চর্যাপদের গানের পাশাপাশি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের চর্যাগান ও লালন সাঁইয়ের গান ও বক্তৃতা পরিবেশন করা হবে। বক্তৃতা দেবেন বরিশালের সাধক কবি ও চর্যাপদের গানের পুনর্জাগরণের সুরকার-শিল্পী শাহ আলম দেওয়ান, মানিকগঞ্জের সাধকশিল্পী বাউল অন্তর সরকার, শরীয়তপুরের সাধকশিল্পী শিলা মল্লিক, কিশোরগঞ্জের আল আমিন সরকার পিপাসী, সুনামগঞ্জের মণীন্দ্র দাশ।
চর্যাপদের গানের পুনর্জাগরণ এ দেশের প্রাচীন সাধনার সঙ্গে সংযোগ স্থাপন করে দিচ্ছে। দেবোরাহ জান্নাত ফ্রান্সের লালনপন্থী সাধিকা
আগামীকাল বিকেলে একাডেমির স্টুডিও থিয়েটারে চর্যাপদের গানের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ দেবেন শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া, শাহ আলম দেওয়ান ও বাউল অন্তর সরকার। এ ছাড়া একই দিন সন্ধ্যায় থাকবে ভাবসাধকদের অংশগ্রহণে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর। সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেবেন কবি ও চিন্তক ফরহাদ মাজহার, শিক্ষাবিদ সুকোমল বড়ুয়া ও জিনবধি ভিক্ষু।

চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগপূর্তি উপলক্ষে শুরু হলো তিন দিনব্যাপী উৎসব। গতকাল বুধবার ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ফ্রান্সের লালনপন্থী সাধিকা ফকির দেবোরাহ জান্নাত।
চর্যাপদ বাংলাভাষার প্রাচীনতম নিদর্শন। এটি প্রাচীন বৌদ্ধ সাধকদের লেখা গীতির সংকলন। চর্যাপদের পদগুলোতে প্রাচীন বাংলার সমাজের নানা দিকের চিত্র পাওয়া যায়।
১৯০৭ খ্রিষ্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে গবেষক হরপ্রসাদ শাস্ত্রী এর পাণ্ডুলিপি আবিষ্কার ও সংগ্রহ করেন।
ভাবনগর সাধুসঙ্গের সাধকশিল্পীরা সাম্প্রতিককালে সুদূর অতীতের সেই ঐতিহ্যের চর্চা ও সংরক্ষণের লক্ষ্যে চর্যাপদের গানের পুনর্জাগরণের কার্যক্রম শুরু করেন।
শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দেবোরাহ জান্নাত বলেন, ‘আদি সংস্কৃতির মধ্যেই মানবের মুক্তি। চর্যাপদের গানে তার নির্দেশনা রয়েছে। আজকে সাধকেরা যে চর্যাপদের গানের পুনর্জাগরণ করেছেন, তা এদেশের প্রাচীন সাধনার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে দিচ্ছে।’
দেবোরাহ জান্নাত বক্তব্যের পাশাপাশি চর্যাপদের ৬ নম্বর পদ পাঠ করে শোনান।
বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষক ড. কিথ ই কান্তু বলেন, ‘চর্যাপদের গানের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের সাধকেরা তাঁদের যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়।’
স্বাগত ভাষণ দেন লোকসংস্কৃতি গবেষক সাইমন জাকারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের পরে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে চর্যাগান পরিবেশন করেন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আসা শিল্পী বাবুল আক্তার বাচ্চু, লুৎফর রহমান, আফজাল হোসেনসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা সমবেতভাবে লুইপা রচিত চর্যাপদের প্রথম পদটি পরিবেশন করেন। আয়োজনে ভাবনগরের নিয়মিত প্রকাশনার জুন সংখ্যা এবং চর্যাপদ পুনর্জাগরণ উৎসব স্মারকের প্রকাশনা উন্মোচন করা হয়।
চর্যাপদ পুনর্জাগরণ উৎসব-২০২৫ চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। দ্বিতীয় দিন আজ বেলা সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বাংলাদেশের চর্যাপদের গানের পুনর্জাগরণের সাধকশিল্পীদের অংশগ্রহণে সংগীত-সেমিনার অনুষ্ঠিত হবে। ‘চর্যা-সাধনার উত্তরাধিকার: অতীশ-চৈতন্য-লালন’ শীর্ষক সংগীত-সেমিনারে প্রাচীন চর্যাপদের গানের পাশাপাশি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের চর্যাগান ও লালন সাঁইয়ের গান ও বক্তৃতা পরিবেশন করা হবে। বক্তৃতা দেবেন বরিশালের সাধক কবি ও চর্যাপদের গানের পুনর্জাগরণের সুরকার-শিল্পী শাহ আলম দেওয়ান, মানিকগঞ্জের সাধকশিল্পী বাউল অন্তর সরকার, শরীয়তপুরের সাধকশিল্পী শিলা মল্লিক, কিশোরগঞ্জের আল আমিন সরকার পিপাসী, সুনামগঞ্জের মণীন্দ্র দাশ।
চর্যাপদের গানের পুনর্জাগরণ এ দেশের প্রাচীন সাধনার সঙ্গে সংযোগ স্থাপন করে দিচ্ছে। দেবোরাহ জান্নাত ফ্রান্সের লালনপন্থী সাধিকা
আগামীকাল বিকেলে একাডেমির স্টুডিও থিয়েটারে চর্যাপদের গানের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ দেবেন শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া, শাহ আলম দেওয়ান ও বাউল অন্তর সরকার। এ ছাড়া একই দিন সন্ধ্যায় থাকবে ভাবসাধকদের অংশগ্রহণে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর। সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেবেন কবি ও চিন্তক ফরহাদ মাজহার, শিক্ষাবিদ সুকোমল বড়ুয়া ও জিনবধি ভিক্ষু।

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বোঝে। তারা মনে করে এঁরা (পুলিশ সদস্য) ৫ আগস্টের আগের পুলিশ, তাঁরা কেন গ্রেপ্তার করবেন? তাঁরা কেন রাস্তা ছেড়ে দিতে বলবেন? নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে