নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট বাড়িতে বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। গ্যাসলাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় উড়ে গেছে বাড়ির দরজা ও জানালা। ফাটল ধরছে ঘরের দেয়ালে।
আজ রোববার দুপুরে ফতুল্লার রামারবাগ এলাকার শাহনাজ বেগমের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুজন হলেন আল আমিন (২৫) ও খুশী বেগম (২০)। তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শাহনাজ বেগমের বাড়ির সকল জানালার কাচ ভেঙে যায়। দরজা-জানালা উড়ে পাশের আরেকটি বাড়িও ক্ষতিগ্রস্ত করে। দ্রুত ছুটে গিয়ে দেখা যায়, আল আমিন ও খুশী দগ্ধ হয়ে কাতরাচ্ছেন। পরে তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় দোকানি সোহাগ বলেন, জানতে পেরেছি, আল আমিন একটি কারখানায় কাজ করতেন। দুপুরে লাঞ্চ টাইমে বাসায় খাবার খেতে আসেন। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাসপাইপের লিকেজ থেকে গ্যাস সারা ঘরে ছড়িয়ে যায়। কোনো কারণে চুলা ধরাতে গেলে তখন সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। দুজনের মুখ, বুক ও নিচের অংশ দগ্ধ হয়েছে। বিস্ফোরণে আরও কয়েকজন অল্প আহত হয়েছে। তাঁরা স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে গ্যাস থেকে বিস্ফোরণ হওয়ার ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি ও বিস্ফোরণের কারণ তদন্ত করে জানানো হবে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট বাড়িতে বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। গ্যাসলাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় উড়ে গেছে বাড়ির দরজা ও জানালা। ফাটল ধরছে ঘরের দেয়ালে।
আজ রোববার দুপুরে ফতুল্লার রামারবাগ এলাকার শাহনাজ বেগমের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুজন হলেন আল আমিন (২৫) ও খুশী বেগম (২০)। তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শাহনাজ বেগমের বাড়ির সকল জানালার কাচ ভেঙে যায়। দরজা-জানালা উড়ে পাশের আরেকটি বাড়িও ক্ষতিগ্রস্ত করে। দ্রুত ছুটে গিয়ে দেখা যায়, আল আমিন ও খুশী দগ্ধ হয়ে কাতরাচ্ছেন। পরে তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় দোকানি সোহাগ বলেন, জানতে পেরেছি, আল আমিন একটি কারখানায় কাজ করতেন। দুপুরে লাঞ্চ টাইমে বাসায় খাবার খেতে আসেন। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাসপাইপের লিকেজ থেকে গ্যাস সারা ঘরে ছড়িয়ে যায়। কোনো কারণে চুলা ধরাতে গেলে তখন সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। দুজনের মুখ, বুক ও নিচের অংশ দগ্ধ হয়েছে। বিস্ফোরণে আরও কয়েকজন অল্প আহত হয়েছে। তাঁরা স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে গ্যাস থেকে বিস্ফোরণ হওয়ার ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি ও বিস্ফোরণের কারণ তদন্ত করে জানানো হবে।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৬ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৩ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে