সাভার প্রতিনিধি

আশুলিয়ায় বিয়ে করায় পোশাকশ্রমিক দম্পতিকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে এক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত শনিবার তাঁদের চাকরিচ্যুত করা হয়।
চাকরি হারানো নবদম্পতি হলেন আশুলিয়ার নরসিংহপুর এলাকার নিট এশিয়া লিমিটেডের পোশাকশ্রমিক মোমিনুল ইসলাম শামীম ও লিমা আক্তার। তাঁদের দুজনেরই গ্রামের বাড়ি রংপুরে।
ভুক্তভোগীরা জানান, গত শুক্রবার বিয়ে করেন শামীম ও লিমা। তাঁদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। পরের দিন গত শনিবার তাঁরা কারখানায় যান। পরে কারখানার প্রশাসন কক্ষে ডেকে নিয়ে তাঁদের অপমান করা হয় বলে অভিযোগ করেন এ দম্পতি।
নিট এশিয়া কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে শামীমের প্রথম স্ত্রী রেখে আরেকজনের সঙ্গে সম্পর্ক করেছে। পরে মারামারি করেছে। এলাকার মানুষজন যখন তাকে ধরছিল তখন সে একটি কাবিননামা নিয়ে অফিসে এসেছিল। ওই মেয়েটা তার পরদিন থেকে আর অফিসে আসে নাই। মেয়েটাকে আগের ফ্যামিলির লোক মারধর করছিল। গলায় দাগও পড়েছিল।’
মো. সাজ্জাদ বলেন, ‘আমরা জানি তার প্রথম স্ত্রী আছে। দ্বিতীয়টাও তো বললাম। এটা (লিমা) তৃতীয়। সে বলেছে আগের স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। তাকে বলা হয়েছে এর আগে তুমি এমন কাজ করছ, তোমাকে সতর্ক করা হয়েছে। তুমি তারপরও এমন একটা কাজ করলা? এ রকম বলার পরে মান-সম্মানের ভয়ে তারা আর অফিসে আসে না। তাদের চাকরি ছাড়তে বলা হয়নি।
নিট এশিয়ায় সুপারভাইজার হিসেবে প্রায় আট বছর যাবৎ কাজ করতেন মোমিনুল ইসলাম শামীম। তিনি বলেন, ‘এটি আমার দ্বিতীয় বিয়ে। এর আগের স্ত্রীকে ইতিমধ্যে তালাক দেওয়া হয়েছে। আমাকে তারা হেনস্তা করে রিজাইন দিতে বলে। রিজাইন দিলে আমাকে এ মাসের ১৮ দিনের বেতন দেবে বলে জানায়। কিন্তু আমি এর চেয়েও বেশি টাকা পাব। আট বছরের চাকরি বয়সের জন্য আমি আটটি বেসিক স্যালারি পাব।’
শামীম বলেন, ‘আমার প্রথম স্ত্রী কখনই এই অফিসে এসে ঝামেলা করে নাই। অন্যদের কাছ থেকে শুনে আমার বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। আমার কারণে তো কারখানার কোনো ক্ষতি হয়নি।’ প্রথম বিয়ের পর এই কারখানার অন্য শ্রমিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, তবে তাকে বিয়ে করেননি বলে স্বীকার করেন তিনি।

আশুলিয়ায় বিয়ে করায় পোশাকশ্রমিক দম্পতিকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে এক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত শনিবার তাঁদের চাকরিচ্যুত করা হয়।
চাকরি হারানো নবদম্পতি হলেন আশুলিয়ার নরসিংহপুর এলাকার নিট এশিয়া লিমিটেডের পোশাকশ্রমিক মোমিনুল ইসলাম শামীম ও লিমা আক্তার। তাঁদের দুজনেরই গ্রামের বাড়ি রংপুরে।
ভুক্তভোগীরা জানান, গত শুক্রবার বিয়ে করেন শামীম ও লিমা। তাঁদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। পরের দিন গত শনিবার তাঁরা কারখানায় যান। পরে কারখানার প্রশাসন কক্ষে ডেকে নিয়ে তাঁদের অপমান করা হয় বলে অভিযোগ করেন এ দম্পতি।
নিট এশিয়া কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে শামীমের প্রথম স্ত্রী রেখে আরেকজনের সঙ্গে সম্পর্ক করেছে। পরে মারামারি করেছে। এলাকার মানুষজন যখন তাকে ধরছিল তখন সে একটি কাবিননামা নিয়ে অফিসে এসেছিল। ওই মেয়েটা তার পরদিন থেকে আর অফিসে আসে নাই। মেয়েটাকে আগের ফ্যামিলির লোক মারধর করছিল। গলায় দাগও পড়েছিল।’
মো. সাজ্জাদ বলেন, ‘আমরা জানি তার প্রথম স্ত্রী আছে। দ্বিতীয়টাও তো বললাম। এটা (লিমা) তৃতীয়। সে বলেছে আগের স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। তাকে বলা হয়েছে এর আগে তুমি এমন কাজ করছ, তোমাকে সতর্ক করা হয়েছে। তুমি তারপরও এমন একটা কাজ করলা? এ রকম বলার পরে মান-সম্মানের ভয়ে তারা আর অফিসে আসে না। তাদের চাকরি ছাড়তে বলা হয়নি।
নিট এশিয়ায় সুপারভাইজার হিসেবে প্রায় আট বছর যাবৎ কাজ করতেন মোমিনুল ইসলাম শামীম। তিনি বলেন, ‘এটি আমার দ্বিতীয় বিয়ে। এর আগের স্ত্রীকে ইতিমধ্যে তালাক দেওয়া হয়েছে। আমাকে তারা হেনস্তা করে রিজাইন দিতে বলে। রিজাইন দিলে আমাকে এ মাসের ১৮ দিনের বেতন দেবে বলে জানায়। কিন্তু আমি এর চেয়েও বেশি টাকা পাব। আট বছরের চাকরি বয়সের জন্য আমি আটটি বেসিক স্যালারি পাব।’
শামীম বলেন, ‘আমার প্রথম স্ত্রী কখনই এই অফিসে এসে ঝামেলা করে নাই। অন্যদের কাছ থেকে শুনে আমার বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। আমার কারণে তো কারখানার কোনো ক্ষতি হয়নি।’ প্রথম বিয়ের পর এই কারখানার অন্য শ্রমিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, তবে তাকে বিয়ে করেননি বলে স্বীকার করেন তিনি।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে