আয়নাল হোসেন, ঢাকা

আজ রোববার বেলা দেড়টা। সচিবালয় স্টেশনারি দোকানের সামনে শতাধিক লোকের ভিড়। তখনো পণ্য বিক্রির দোকানটির শাটার বন্ধ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। দুপুর ২টায় শুরু হয় পণ্য দেওয়া। কড়া রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনেন সচিবালয়ের কর্মচারীরা।
দেশে ভোগ্যপণ্যের দাম অসহনীয় হয়ে উঠেছে। ডাল তেল চিনিসহ বিভিন্ন ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতি সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ হতাশা দানা বাঁধছে। অস্থিরতা প্রশমনে সরকার সচিবালয়ে কর্মরত কর্মচারীদের মধ্যে খোলা বাজারে সাশ্রয়ী দামে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক সদস্যকে একটি কার্ড দেওয়া হয়েছে। ওই কার্ডের মাধ্যমে তাঁরা পণ্য কিনতে পারছে। সচিবালয়ে আজ থেকেই শুরু হয়েছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি।
আজ কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য জনপ্রতি দুই লিটার তেল ২২০ টাকা, দুই কেজি ডাল ১৩০ টাকা, দুই কেজি চিনি ১১০ টাকা এবং ৫ কেজি পেঁয়াজ ১৫০ টাকা—সর্বমোট ৬১০ টাকার প্যাকেজ সরবরাহ করা হয়। সমপরিমাণ পণ্য বাইরে দোকান থেকে কিনতে লাগবে ৯৩০ টাকার বেশি।
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সাশ্রয়ী দামে পণ্য দেওয়ার জন্য ‘বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিডেট’ এমন উদ্যোগ নিয়েছে। সংগঠনের সদস্যদের মধ্যে সয়াবিন তেল, ডাল, চিনি ও পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে প্রবেশের পরিচয়পত্রধারীদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদিত) মধ্যে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিদিন বেলা ২টার দিকে পণ্য বিক্রি শুরু হবে।
টিসিবি সূত্রে জানা গেছে, সমবায় অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সমিতিগুলোকে টিসিবি ডিলারশিপ দিয়েছিল। কিন্তু অনেক স্থানেই নানা অনিয়মের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। তবে সচিবালয়ের ডিলারশিপ বহাল রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই তারা সেখানে পণ্য সরবরাহ করে আসছে। পণ্যের চাহিদা যখন কম ছিল তখন কার্ড ছাড়াও সেখান থেকে সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ ছিল। বর্তমানে পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সমিতির সদস্যদের কার্ড দেওয়া হয়। শুধু কার্ডধারীরাই পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।
টিসিবির মুখপাত্র মো. হুমায়ূন কবির বলেন, ‘গত কয়েক বছর আগে টিসিবি সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডকে টিসিবির ডিলারশিপ দেয়। সে অনুযায়ী সাশ্রয়ী দামে পণ্য সরবরাহ দেওয়া হয়ে আসছে। একজন কর্মচারী মাসে এক থেকে সর্বোচ্চ তিনবার পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মচারী জানান, সচিবালয়ে সাশ্রয়ী দামে পণ্য বিক্রির জন্য সময় বেঁধে দেওয়া উচিত হয়নি। সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে যেকোনো সময়ে তা সরবরাহ করা হলে সবার জন্য সুবিধা হতো। এখন অনেকেই রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পণ্য সংগ্রহ করছেন। ব্যাপক ভিড় থাকায় অনেকে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে আসেননি।

আজ রোববার বেলা দেড়টা। সচিবালয় স্টেশনারি দোকানের সামনে শতাধিক লোকের ভিড়। তখনো পণ্য বিক্রির দোকানটির শাটার বন্ধ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। দুপুর ২টায় শুরু হয় পণ্য দেওয়া। কড়া রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনেন সচিবালয়ের কর্মচারীরা।
দেশে ভোগ্যপণ্যের দাম অসহনীয় হয়ে উঠেছে। ডাল তেল চিনিসহ বিভিন্ন ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতি সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ হতাশা দানা বাঁধছে। অস্থিরতা প্রশমনে সরকার সচিবালয়ে কর্মরত কর্মচারীদের মধ্যে খোলা বাজারে সাশ্রয়ী দামে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক সদস্যকে একটি কার্ড দেওয়া হয়েছে। ওই কার্ডের মাধ্যমে তাঁরা পণ্য কিনতে পারছে। সচিবালয়ে আজ থেকেই শুরু হয়েছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি।
আজ কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য জনপ্রতি দুই লিটার তেল ২২০ টাকা, দুই কেজি ডাল ১৩০ টাকা, দুই কেজি চিনি ১১০ টাকা এবং ৫ কেজি পেঁয়াজ ১৫০ টাকা—সর্বমোট ৬১০ টাকার প্যাকেজ সরবরাহ করা হয়। সমপরিমাণ পণ্য বাইরে দোকান থেকে কিনতে লাগবে ৯৩০ টাকার বেশি।
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সাশ্রয়ী দামে পণ্য দেওয়ার জন্য ‘বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিডেট’ এমন উদ্যোগ নিয়েছে। সংগঠনের সদস্যদের মধ্যে সয়াবিন তেল, ডাল, চিনি ও পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে প্রবেশের পরিচয়পত্রধারীদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদিত) মধ্যে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিদিন বেলা ২টার দিকে পণ্য বিক্রি শুরু হবে।
টিসিবি সূত্রে জানা গেছে, সমবায় অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সমিতিগুলোকে টিসিবি ডিলারশিপ দিয়েছিল। কিন্তু অনেক স্থানেই নানা অনিয়মের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। তবে সচিবালয়ের ডিলারশিপ বহাল রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই তারা সেখানে পণ্য সরবরাহ করে আসছে। পণ্যের চাহিদা যখন কম ছিল তখন কার্ড ছাড়াও সেখান থেকে সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ ছিল। বর্তমানে পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সমিতির সদস্যদের কার্ড দেওয়া হয়। শুধু কার্ডধারীরাই পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।
টিসিবির মুখপাত্র মো. হুমায়ূন কবির বলেন, ‘গত কয়েক বছর আগে টিসিবি সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডকে টিসিবির ডিলারশিপ দেয়। সে অনুযায়ী সাশ্রয়ী দামে পণ্য সরবরাহ দেওয়া হয়ে আসছে। একজন কর্মচারী মাসে এক থেকে সর্বোচ্চ তিনবার পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মচারী জানান, সচিবালয়ে সাশ্রয়ী দামে পণ্য বিক্রির জন্য সময় বেঁধে দেওয়া উচিত হয়নি। সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে যেকোনো সময়ে তা সরবরাহ করা হলে সবার জন্য সুবিধা হতো। এখন অনেকেই রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পণ্য সংগ্রহ করছেন। ব্যাপক ভিড় থাকায় অনেকে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে আসেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৫ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৯ মিনিট আগে