আজকের পত্রিকা ডেস্ক

অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টনি ব্রুক ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিং-এ এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৯৭ জন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে। যাদের ভিসা ছিল না। তারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপের মতো একটা জায়গায় রয়েছেন। তাদের খাবারের কোনো অসুবিধা হচ্ছে না। অস্ট্রেলিয়া এই জনগণকে বাংলাদেশে ফেরত আনতে অনুরোধ করেছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে যতদ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন। এর আগে অস্ট্রেলিয়ান কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন কীনা জানা নেই। বাংলাদেশে অবস্থান রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে। কিছু রোহিঙ্গা অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে তাদেরকে অনুরোধ করা হয়েছে। তারা ইতিমধ্যে বেশকিছু রোহিঙ্গা নিয়েছে। আরও কিছু রোহিঙ্গা যাতে নেওয়া হয় সে ব্যাপারে তাদের আবারও অনুরোধ জানানো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়া বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত সাগরের নিরাপত্তা ইস্যুতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও তাদের ১৯ সদস্যের প্রতিনিধি দল আসার খবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে লালগালিচা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অর্নার দেওয়া হয়।

অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টনি ব্রুক ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিং-এ এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৯৭ জন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে। যাদের ভিসা ছিল না। তারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপের মতো একটা জায়গায় রয়েছেন। তাদের খাবারের কোনো অসুবিধা হচ্ছে না। অস্ট্রেলিয়া এই জনগণকে বাংলাদেশে ফেরত আনতে অনুরোধ করেছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে যতদ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন। এর আগে অস্ট্রেলিয়ান কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন কীনা জানা নেই। বাংলাদেশে অবস্থান রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে। কিছু রোহিঙ্গা অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে তাদেরকে অনুরোধ করা হয়েছে। তারা ইতিমধ্যে বেশকিছু রোহিঙ্গা নিয়েছে। আরও কিছু রোহিঙ্গা যাতে নেওয়া হয় সে ব্যাপারে তাদের আবারও অনুরোধ জানানো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়া বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত সাগরের নিরাপত্তা ইস্যুতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও তাদের ১৯ সদস্যের প্রতিনিধি দল আসার খবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে লালগালিচা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অর্নার দেওয়া হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
৬ মিনিট আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে
এসআই সুমন চন্দ্র শেখ আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে