Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটিতে মঞ্চস্থ হলো ‘ম্যাকবেথ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২১: ৪৬
গ্রিন ইউনিভার্সিটিতে মঞ্চস্থ হলো ‘ম্যাকবেথ’

উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতার লোভ এবং এর ফলে হত্যাসহ একের পর এক পাপে জড়ানো। যার চূড়ান্ত পরিণতি নিজের মৃত্যু। এমন কাহিনিতে লেখা উইলিয়াম শেক্‌সপিয়ারের নাটক ‘ম্যাকবেথ’ মঞ্চস্থ হয়েছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে। 

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটরিয়ামে এই নাটক মঞ্চস্থ হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আশিক ইশতিয়াকের নির্দেশনায় এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিনয় করেন।

পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শহীদুল্লাহ অনুভূতি ব্যক্ত করেন। আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক শফি আহমেদ, শিল্পকলা একাডেমির পরিচালক আফসানা মিমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হীরক মুশফিক ও কবি মোস্তফা তোফায়েল হোসেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘যেকোনো ধরনের সাংস্কৃতিক আয়োজন আমাদের মনে অনুপ্রেরণা দেয়। মঞ্চস্থ হওয়া ম্যাকবেথ নাটক প্রত্যাশার চেয়েও বেশি কিছু। আশা করি, ভবিষ্যতে এ ধরনের কাজ আরও হবে।’

অনুষ্ঠানে ম্যাকবেথ নাটকের আগে-পরের নানা বিষয় নিয়ে কথা বলেন নির্দেশক আশিক ইশতিয়াক। দীর্ঘ ছয় মাসের রিহার্সাল শেষে নাটকটি মঞ্চস্থ করা হয় বলেও জানান তিনি। 

এর আগে আশিক ইশতিয়াকের নির্দেশনায় শেক্‌সপিয়ারের ‘মার্চেন্ট অব ভেনিস, হেমলেট, ‘ওথেলো’; ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ও পালা ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ মঞ্চস্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্রিটিশ কাউন্সিল অডিটরিয়ামে ‘ওথেলো’ পরিবেশন করেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত