নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতার লোভ এবং এর ফলে হত্যাসহ একের পর এক পাপে জড়ানো। যার চূড়ান্ত পরিণতি নিজের মৃত্যু। এমন কাহিনিতে লেখা উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ‘ম্যাকবেথ’ মঞ্চস্থ হয়েছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটরিয়ামে এই নাটক মঞ্চস্থ হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আশিক ইশতিয়াকের নির্দেশনায় এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিনয় করেন।
পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শহীদুল্লাহ অনুভূতি ব্যক্ত করেন। আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক শফি আহমেদ, শিল্পকলা একাডেমির পরিচালক আফসানা মিমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হীরক মুশফিক ও কবি মোস্তফা তোফায়েল হোসেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘যেকোনো ধরনের সাংস্কৃতিক আয়োজন আমাদের মনে অনুপ্রেরণা দেয়। মঞ্চস্থ হওয়া ম্যাকবেথ নাটক প্রত্যাশার চেয়েও বেশি কিছু। আশা করি, ভবিষ্যতে এ ধরনের কাজ আরও হবে।’
অনুষ্ঠানে ম্যাকবেথ নাটকের আগে-পরের নানা বিষয় নিয়ে কথা বলেন নির্দেশক আশিক ইশতিয়াক। দীর্ঘ ছয় মাসের রিহার্সাল শেষে নাটকটি মঞ্চস্থ করা হয় বলেও জানান তিনি।
এর আগে আশিক ইশতিয়াকের নির্দেশনায় শেক্সপিয়ারের ‘মার্চেন্ট অব ভেনিস, হেমলেট, ‘ওথেলো’; ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ও পালা ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ মঞ্চস্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্রিটিশ কাউন্সিল অডিটরিয়ামে ‘ওথেলো’ পরিবেশন করেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতার লোভ এবং এর ফলে হত্যাসহ একের পর এক পাপে জড়ানো। যার চূড়ান্ত পরিণতি নিজের মৃত্যু। এমন কাহিনিতে লেখা উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ‘ম্যাকবেথ’ মঞ্চস্থ হয়েছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটরিয়ামে এই নাটক মঞ্চস্থ হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আশিক ইশতিয়াকের নির্দেশনায় এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিনয় করেন।
পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শহীদুল্লাহ অনুভূতি ব্যক্ত করেন। আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক শফি আহমেদ, শিল্পকলা একাডেমির পরিচালক আফসানা মিমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হীরক মুশফিক ও কবি মোস্তফা তোফায়েল হোসেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘যেকোনো ধরনের সাংস্কৃতিক আয়োজন আমাদের মনে অনুপ্রেরণা দেয়। মঞ্চস্থ হওয়া ম্যাকবেথ নাটক প্রত্যাশার চেয়েও বেশি কিছু। আশা করি, ভবিষ্যতে এ ধরনের কাজ আরও হবে।’
অনুষ্ঠানে ম্যাকবেথ নাটকের আগে-পরের নানা বিষয় নিয়ে কথা বলেন নির্দেশক আশিক ইশতিয়াক। দীর্ঘ ছয় মাসের রিহার্সাল শেষে নাটকটি মঞ্চস্থ করা হয় বলেও জানান তিনি।
এর আগে আশিক ইশতিয়াকের নির্দেশনায় শেক্সপিয়ারের ‘মার্চেন্ট অব ভেনিস, হেমলেট, ‘ওথেলো’; ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ও পালা ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ মঞ্চস্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্রিটিশ কাউন্সিল অডিটরিয়ামে ‘ওথেলো’ পরিবেশন করেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৪ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে