Ajker Patrika

রাজবাড়ীতে ১০ দিনে ৫ হত্যা, গ্রেপ্তার ৪ 

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০০
রাজবাড়ীতে ১০ দিনে ৫ হত্যা, গ্রেপ্তার ৪ 

রাজবাড়ীর বিভিন্ন জায়গায় গত ১০ দিনে পাঁচটি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদরে দুটি, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় একটি করে হত্যার ঘটনা ঘটেছে। 

আজ বুধবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সবশেষ গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার পূর্বভবদিয়া এলাকায় মাল্টাবাগান থেকে নিখোঁজের দুই দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ১৫ সেপ্টেম্বর রাতে পাংশায় নিজ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে দেন তাঁর স্বামী। 

অপর দিকে ২১ সেপ্টেম্বর কালুখালী থানায় এক ব্যক্তিকে (চোর সন্দেহে) পিটিয়ে হত্যা করে জনতা। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকায় চরমপন্থী নেতা শুশীলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২৩ সেপ্টেম্বর নেশার টাকার জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে তাঁর স্বামী। 

পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন আরও বলেন, প্রতিটি হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। চুরি, আধিপত্য বিস্তার, পারিবারিক কলহের কারণে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পৃথক এই পাঁচটি হত্যাকাণ্ডে পাঁচটি মামলা হয়েছে। সেই সঙ্গে মামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

 এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত