গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় দুই ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কারখানায় প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে শ্রমিকদের ৮০ থেকে ৮২ কোটি টাকা বেতন দিতে হয়। গত সপ্তাহে ২৭ কোটি টাকা বেতন দিয়েছে কর্তৃপক্ষ।
সে সময় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন পান। তবে এখনো সেপ্টেম্বর মাসের বেতন পাননি অনেক শ্রমিক। এ কারণে তাঁরা বেতনের জন্য বিক্ষোভ করে আসছেন।
এর পরিপ্রেক্ষিতে বকেয়া বেতনের দাবিতে আজ শনিবারও কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে তারা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, মাসের ১৯ দিন চলে গেলেও এখন পর্যন্ত আমরা বেতন পাইনি। আমরা ঘরভাড়া, দোকান বাকি পরিশোধ করতে পারছি না। গত মাসেও আন্দোলন করে বেতন নিতে হয়েছে। বাজারের ঊর্ধ্বগতির সময়ে দেরিতে বেতন পেলে সংসারের নানা সমস্যা হয়।
গাজীপুর শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকদের মধ্যে পাওনা বেতনের মধ্যে ২৭ কোটি টাকার মতো বেতন দেওয়া হয়েছে। অবশিষ্ট বকেয়া বেতনের টাকা দ্রুত পরিশোধ করার জন্য মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক আন্দোলনের কারণে শনিবার কিছু সময়ের জন্য চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার আর কোনো কারখানায় কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় দুই ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কারখানায় প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে শ্রমিকদের ৮০ থেকে ৮২ কোটি টাকা বেতন দিতে হয়। গত সপ্তাহে ২৭ কোটি টাকা বেতন দিয়েছে কর্তৃপক্ষ।
সে সময় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন পান। তবে এখনো সেপ্টেম্বর মাসের বেতন পাননি অনেক শ্রমিক। এ কারণে তাঁরা বেতনের জন্য বিক্ষোভ করে আসছেন।
এর পরিপ্রেক্ষিতে বকেয়া বেতনের দাবিতে আজ শনিবারও কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে তারা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, মাসের ১৯ দিন চলে গেলেও এখন পর্যন্ত আমরা বেতন পাইনি। আমরা ঘরভাড়া, দোকান বাকি পরিশোধ করতে পারছি না। গত মাসেও আন্দোলন করে বেতন নিতে হয়েছে। বাজারের ঊর্ধ্বগতির সময়ে দেরিতে বেতন পেলে সংসারের নানা সমস্যা হয়।
গাজীপুর শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকদের মধ্যে পাওনা বেতনের মধ্যে ২৭ কোটি টাকার মতো বেতন দেওয়া হয়েছে। অবশিষ্ট বকেয়া বেতনের টাকা দ্রুত পরিশোধ করার জন্য মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক আন্দোলনের কারণে শনিবার কিছু সময়ের জন্য চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার আর কোনো কারখানায় কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে