নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টি (নতুন জাপা) পুনর্গঠনে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে বিদিশাকে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই নতুন জোট করার পরিকল্পনার কথা জানালেন বিদিশা।
আজ নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী নিজেকে জাপা পুনর্গঠন প্রক্রিয়ার মুখপাত্র দাবি করে বিদিশাকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইকবাল সিদ্দিকী বলেন, ‘জাপা পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান রওশন এরশাদ মারাত্মক অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে আছেন। তিনি কথাও বলতে পারছেন না। প্রতিদিন নেতা–কর্মীরা আমাদের কাছে আসছেন। তাঁরা সারা দেশে কমিটি চাচ্ছেন। জাপার পুনর্গঠন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালানো জরুরি হয়ে পড়েছে। তাঁদের চাহিদা অনুযায়ী আমি বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করছি।’
দায়িত্ব পেয়ে বিদিশা সাংবাদিকদের বলেন, আমার ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজ থেকে সবাইকে নিয়ে আমার পথ চলা শুরু হবে। নতুন জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়ে বিদিশা বলেন, দেশ গড়ার লক্ষ্যে আগামী দিনে কাজ করতে চাই। স্বাধীনতার পক্ষের ছোট-বড় সব দলকে এক জায়গায় এনে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম করতে চাই। সকল বিরোধী দল নিয়ে একটি গণতান্ত্রিক জোট করতে চাই।
বিদিশা আরও বলেন, এরশাদের মৃত্যুর পরে নেতা–কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। তাঁদের আবার পুনরুদ্ধার করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এরই মধ্যে আমি সিলেট, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া ঘুরে এসেছি। সবখানে আমরা সাড়া পেয়েছি। সবাই নতুন কমিটি চাচ্ছে।
গত ১৪ জুলাই এরশাদ পুত্র এরিক এরশাদ জাপার নতুন কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে রওশন এরশাদকে চেয়ারম্যান ও বিদিশাকে সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়। যদিও পরবর্তীতে জাপা চেয়ারম্যান জি এম কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রওশন এরশাদ জাপার চেয়ারম্যান হতে চান না।
সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পুত্র এরিককে নিয়ে অসুস্থ রওশন এরশাদকে দেখতে যান বিদিশা। এ খবর দিয়ে বিদিশা জানান, রওশনকে কথা দিয়েছেন, এরশাদের মত দল পরিচালনা করবেন। অসুস্থতার কারণে রওশন তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। তবে তাঁকে দেখে কেঁদেছেন বলে জানান বিদিশা।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টি (নতুন জাপা) পুনর্গঠনে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে বিদিশাকে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই নতুন জোট করার পরিকল্পনার কথা জানালেন বিদিশা।
আজ নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী নিজেকে জাপা পুনর্গঠন প্রক্রিয়ার মুখপাত্র দাবি করে বিদিশাকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইকবাল সিদ্দিকী বলেন, ‘জাপা পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান রওশন এরশাদ মারাত্মক অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে আছেন। তিনি কথাও বলতে পারছেন না। প্রতিদিন নেতা–কর্মীরা আমাদের কাছে আসছেন। তাঁরা সারা দেশে কমিটি চাচ্ছেন। জাপার পুনর্গঠন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালানো জরুরি হয়ে পড়েছে। তাঁদের চাহিদা অনুযায়ী আমি বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করছি।’
দায়িত্ব পেয়ে বিদিশা সাংবাদিকদের বলেন, আমার ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজ থেকে সবাইকে নিয়ে আমার পথ চলা শুরু হবে। নতুন জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়ে বিদিশা বলেন, দেশ গড়ার লক্ষ্যে আগামী দিনে কাজ করতে চাই। স্বাধীনতার পক্ষের ছোট-বড় সব দলকে এক জায়গায় এনে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম করতে চাই। সকল বিরোধী দল নিয়ে একটি গণতান্ত্রিক জোট করতে চাই।
বিদিশা আরও বলেন, এরশাদের মৃত্যুর পরে নেতা–কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। তাঁদের আবার পুনরুদ্ধার করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এরই মধ্যে আমি সিলেট, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া ঘুরে এসেছি। সবখানে আমরা সাড়া পেয়েছি। সবাই নতুন কমিটি চাচ্ছে।
গত ১৪ জুলাই এরশাদ পুত্র এরিক এরশাদ জাপার নতুন কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে রওশন এরশাদকে চেয়ারম্যান ও বিদিশাকে সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়। যদিও পরবর্তীতে জাপা চেয়ারম্যান জি এম কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রওশন এরশাদ জাপার চেয়ারম্যান হতে চান না।
সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পুত্র এরিককে নিয়ে অসুস্থ রওশন এরশাদকে দেখতে যান বিদিশা। এ খবর দিয়ে বিদিশা জানান, রওশনকে কথা দিয়েছেন, এরশাদের মত দল পরিচালনা করবেন। অসুস্থতার কারণে রওশন তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। তবে তাঁকে দেখে কেঁদেছেন বলে জানান বিদিশা।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৫ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১৮ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে