নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টি (নতুন জাপা) পুনর্গঠনে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে বিদিশাকে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই নতুন জোট করার পরিকল্পনার কথা জানালেন বিদিশা।
আজ নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী নিজেকে জাপা পুনর্গঠন প্রক্রিয়ার মুখপাত্র দাবি করে বিদিশাকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইকবাল সিদ্দিকী বলেন, ‘জাপা পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান রওশন এরশাদ মারাত্মক অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে আছেন। তিনি কথাও বলতে পারছেন না। প্রতিদিন নেতা–কর্মীরা আমাদের কাছে আসছেন। তাঁরা সারা দেশে কমিটি চাচ্ছেন। জাপার পুনর্গঠন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালানো জরুরি হয়ে পড়েছে। তাঁদের চাহিদা অনুযায়ী আমি বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করছি।’
দায়িত্ব পেয়ে বিদিশা সাংবাদিকদের বলেন, আমার ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজ থেকে সবাইকে নিয়ে আমার পথ চলা শুরু হবে। নতুন জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়ে বিদিশা বলেন, দেশ গড়ার লক্ষ্যে আগামী দিনে কাজ করতে চাই। স্বাধীনতার পক্ষের ছোট-বড় সব দলকে এক জায়গায় এনে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম করতে চাই। সকল বিরোধী দল নিয়ে একটি গণতান্ত্রিক জোট করতে চাই।
বিদিশা আরও বলেন, এরশাদের মৃত্যুর পরে নেতা–কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। তাঁদের আবার পুনরুদ্ধার করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এরই মধ্যে আমি সিলেট, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া ঘুরে এসেছি। সবখানে আমরা সাড়া পেয়েছি। সবাই নতুন কমিটি চাচ্ছে।
গত ১৪ জুলাই এরশাদ পুত্র এরিক এরশাদ জাপার নতুন কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে রওশন এরশাদকে চেয়ারম্যান ও বিদিশাকে সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়। যদিও পরবর্তীতে জাপা চেয়ারম্যান জি এম কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রওশন এরশাদ জাপার চেয়ারম্যান হতে চান না।
সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পুত্র এরিককে নিয়ে অসুস্থ রওশন এরশাদকে দেখতে যান বিদিশা। এ খবর দিয়ে বিদিশা জানান, রওশনকে কথা দিয়েছেন, এরশাদের মত দল পরিচালনা করবেন। অসুস্থতার কারণে রওশন তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। তবে তাঁকে দেখে কেঁদেছেন বলে জানান বিদিশা।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টি (নতুন জাপা) পুনর্গঠনে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে বিদিশাকে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই নতুন জোট করার পরিকল্পনার কথা জানালেন বিদিশা।
আজ নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী নিজেকে জাপা পুনর্গঠন প্রক্রিয়ার মুখপাত্র দাবি করে বিদিশাকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইকবাল সিদ্দিকী বলেন, ‘জাপা পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান রওশন এরশাদ মারাত্মক অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে আছেন। তিনি কথাও বলতে পারছেন না। প্রতিদিন নেতা–কর্মীরা আমাদের কাছে আসছেন। তাঁরা সারা দেশে কমিটি চাচ্ছেন। জাপার পুনর্গঠন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালানো জরুরি হয়ে পড়েছে। তাঁদের চাহিদা অনুযায়ী আমি বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করছি।’
দায়িত্ব পেয়ে বিদিশা সাংবাদিকদের বলেন, আমার ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজ থেকে সবাইকে নিয়ে আমার পথ চলা শুরু হবে। নতুন জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়ে বিদিশা বলেন, দেশ গড়ার লক্ষ্যে আগামী দিনে কাজ করতে চাই। স্বাধীনতার পক্ষের ছোট-বড় সব দলকে এক জায়গায় এনে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম করতে চাই। সকল বিরোধী দল নিয়ে একটি গণতান্ত্রিক জোট করতে চাই।
বিদিশা আরও বলেন, এরশাদের মৃত্যুর পরে নেতা–কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। তাঁদের আবার পুনরুদ্ধার করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এরই মধ্যে আমি সিলেট, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া ঘুরে এসেছি। সবখানে আমরা সাড়া পেয়েছি। সবাই নতুন কমিটি চাচ্ছে।
গত ১৪ জুলাই এরশাদ পুত্র এরিক এরশাদ জাপার নতুন কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে রওশন এরশাদকে চেয়ারম্যান ও বিদিশাকে সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়। যদিও পরবর্তীতে জাপা চেয়ারম্যান জি এম কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রওশন এরশাদ জাপার চেয়ারম্যান হতে চান না।
সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পুত্র এরিককে নিয়ে অসুস্থ রওশন এরশাদকে দেখতে যান বিদিশা। এ খবর দিয়ে বিদিশা জানান, রওশনকে কথা দিয়েছেন, এরশাদের মত দল পরিচালনা করবেন। অসুস্থতার কারণে রওশন তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। তবে তাঁকে দেখে কেঁদেছেন বলে জানান বিদিশা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে