নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টি (নতুন জাপা) পুনর্গঠনে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে বিদিশাকে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই নতুন জোট করার পরিকল্পনার কথা জানালেন বিদিশা।
আজ নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী নিজেকে জাপা পুনর্গঠন প্রক্রিয়ার মুখপাত্র দাবি করে বিদিশাকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইকবাল সিদ্দিকী বলেন, ‘জাপা পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান রওশন এরশাদ মারাত্মক অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে আছেন। তিনি কথাও বলতে পারছেন না। প্রতিদিন নেতা–কর্মীরা আমাদের কাছে আসছেন। তাঁরা সারা দেশে কমিটি চাচ্ছেন। জাপার পুনর্গঠন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালানো জরুরি হয়ে পড়েছে। তাঁদের চাহিদা অনুযায়ী আমি বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করছি।’
দায়িত্ব পেয়ে বিদিশা সাংবাদিকদের বলেন, আমার ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজ থেকে সবাইকে নিয়ে আমার পথ চলা শুরু হবে। নতুন জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়ে বিদিশা বলেন, দেশ গড়ার লক্ষ্যে আগামী দিনে কাজ করতে চাই। স্বাধীনতার পক্ষের ছোট-বড় সব দলকে এক জায়গায় এনে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম করতে চাই। সকল বিরোধী দল নিয়ে একটি গণতান্ত্রিক জোট করতে চাই।
বিদিশা আরও বলেন, এরশাদের মৃত্যুর পরে নেতা–কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। তাঁদের আবার পুনরুদ্ধার করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এরই মধ্যে আমি সিলেট, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া ঘুরে এসেছি। সবখানে আমরা সাড়া পেয়েছি। সবাই নতুন কমিটি চাচ্ছে।
গত ১৪ জুলাই এরশাদ পুত্র এরিক এরশাদ জাপার নতুন কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে রওশন এরশাদকে চেয়ারম্যান ও বিদিশাকে সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়। যদিও পরবর্তীতে জাপা চেয়ারম্যান জি এম কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রওশন এরশাদ জাপার চেয়ারম্যান হতে চান না।
সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পুত্র এরিককে নিয়ে অসুস্থ রওশন এরশাদকে দেখতে যান বিদিশা। এ খবর দিয়ে বিদিশা জানান, রওশনকে কথা দিয়েছেন, এরশাদের মত দল পরিচালনা করবেন। অসুস্থতার কারণে রওশন তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। তবে তাঁকে দেখে কেঁদেছেন বলে জানান বিদিশা।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টি (নতুন জাপা) পুনর্গঠনে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে বিদিশাকে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই নতুন জোট করার পরিকল্পনার কথা জানালেন বিদিশা।
আজ নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী নিজেকে জাপা পুনর্গঠন প্রক্রিয়ার মুখপাত্র দাবি করে বিদিশাকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইকবাল সিদ্দিকী বলেন, ‘জাপা পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান রওশন এরশাদ মারাত্মক অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে আছেন। তিনি কথাও বলতে পারছেন না। প্রতিদিন নেতা–কর্মীরা আমাদের কাছে আসছেন। তাঁরা সারা দেশে কমিটি চাচ্ছেন। জাপার পুনর্গঠন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালানো জরুরি হয়ে পড়েছে। তাঁদের চাহিদা অনুযায়ী আমি বিদিশা সিদ্দিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করছি।’
দায়িত্ব পেয়ে বিদিশা সাংবাদিকদের বলেন, আমার ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজ থেকে সবাইকে নিয়ে আমার পথ চলা শুরু হবে। নতুন জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়ে বিদিশা বলেন, দেশ গড়ার লক্ষ্যে আগামী দিনে কাজ করতে চাই। স্বাধীনতার পক্ষের ছোট-বড় সব দলকে এক জায়গায় এনে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম করতে চাই। সকল বিরোধী দল নিয়ে একটি গণতান্ত্রিক জোট করতে চাই।
বিদিশা আরও বলেন, এরশাদের মৃত্যুর পরে নেতা–কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। তাঁদের আবার পুনরুদ্ধার করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এরই মধ্যে আমি সিলেট, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া ঘুরে এসেছি। সবখানে আমরা সাড়া পেয়েছি। সবাই নতুন কমিটি চাচ্ছে।
গত ১৪ জুলাই এরশাদ পুত্র এরিক এরশাদ জাপার নতুন কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে রওশন এরশাদকে চেয়ারম্যান ও বিদিশাকে সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়। যদিও পরবর্তীতে জাপা চেয়ারম্যান জি এম কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রওশন এরশাদ জাপার চেয়ারম্যান হতে চান না।
সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পুত্র এরিককে নিয়ে অসুস্থ রওশন এরশাদকে দেখতে যান বিদিশা। এ খবর দিয়ে বিদিশা জানান, রওশনকে কথা দিয়েছেন, এরশাদের মত দল পরিচালনা করবেন। অসুস্থতার কারণে রওশন তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। তবে তাঁকে দেখে কেঁদেছেন বলে জানান বিদিশা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১৯ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
২৯ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ (দায়িত্ব পালনের বাধ্যবাধকতা) বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণভোট নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা...
১ ঘণ্টা আগে