Ajker Patrika

মব কঠোর হস্তে দমনের চেষ্টা করে যাচ্ছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি 
আপডেট : ২৩ জুন ২০২৫, ১৯: ০৫
টাঙ্গাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে লাঞ্ছিত করা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব আমরা কঠোর হস্তে দমনের চেষ্টা করে যাচ্ছি। গতকাল যে ঘটনা ঘটেছে, এতে আমাদের বাহিনীর কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

আজ সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

কলঙ্ক মোচনের জন্য পুলিশকে জনবান্ধব ও মানবিক হতে হবে উল্লেখ করে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জনগণ সন্তুষ্টের সঙ্গে আমার সন্তুষ্ট। আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। সন্তুষ্ট কোনো প্যারামিটার না। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেন সবাইকে ভালো রাখতে পারি।’

বন্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বন্যা এখনো আসেনি। দোয়া করবেন, যেন না আসে। যদি আসে, তাহলে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।’

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

এলাকার খবর
Loading...