নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রামপুরা ট্রাফিক বক্সের সামনে শিক্ষার্থীরা আবারও একত্রিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা হাতিরঝিলের পাশে থেকে এসে রামপুরা ট্রাফিক বক্সের পাশে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের ঠেকিয়ে দেয়। এরপর তারা রামপুরা ব্রিজের একটি অংশে অবস্থান নেয়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে পুলিশ ঝামেলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বাড্ডা থানার এক এসআইয়ের বিরুদ্ধে একজন শিক্ষার্থীর গায়ে হাত তোলার অভিযোগও করেন তারা।
এ ঘটনায় পুলিশের ওই এসআই গায়ে হাত তোলার কথা অস্বীকার করে বলেছেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি।’
মানববন্ধনে আসা দুই শিক্ষার্থী কানিজ ফাতেমা ও সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস বলেন, ‘পুলিশ সুকৌশলে আমাদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছে। আজও আমাদের এক শিক্ষার্থী আন্দোলনে আসলে তাঁর আইডি কার্ড দেখতে চায়। পরে তাঁর রেজিস্ট্রেশন কার্ড দেখালে সেটা মুচড়ে ফেলে দেয় পুলিশ।’
আজকের আন্দোলনে খিলগাঁও মডেল কলেজ, বনশ্রী মডেল কলেজ, খিলগাঁও গভর্নমেন্ট কলেজ, একরামুন্নেছা কলেজ, কাজী নজরুল ইসলাম কলেজ, রাজধানী আইডিয়াল কলেজ ও ন্যাশনাল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
এ বিষয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রামপুরার ওই এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করতেই পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগামীকাল শনিবার সকাল ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে লালকার্ড প্রদর্শন কর্মসূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।

পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রামপুরা ট্রাফিক বক্সের সামনে শিক্ষার্থীরা আবারও একত্রিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা হাতিরঝিলের পাশে থেকে এসে রামপুরা ট্রাফিক বক্সের পাশে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের ঠেকিয়ে দেয়। এরপর তারা রামপুরা ব্রিজের একটি অংশে অবস্থান নেয়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে পুলিশ ঝামেলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বাড্ডা থানার এক এসআইয়ের বিরুদ্ধে একজন শিক্ষার্থীর গায়ে হাত তোলার অভিযোগও করেন তারা।
এ ঘটনায় পুলিশের ওই এসআই গায়ে হাত তোলার কথা অস্বীকার করে বলেছেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি।’
মানববন্ধনে আসা দুই শিক্ষার্থী কানিজ ফাতেমা ও সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস বলেন, ‘পুলিশ সুকৌশলে আমাদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছে। আজও আমাদের এক শিক্ষার্থী আন্দোলনে আসলে তাঁর আইডি কার্ড দেখতে চায়। পরে তাঁর রেজিস্ট্রেশন কার্ড দেখালে সেটা মুচড়ে ফেলে দেয় পুলিশ।’
আজকের আন্দোলনে খিলগাঁও মডেল কলেজ, বনশ্রী মডেল কলেজ, খিলগাঁও গভর্নমেন্ট কলেজ, একরামুন্নেছা কলেজ, কাজী নজরুল ইসলাম কলেজ, রাজধানী আইডিয়াল কলেজ ও ন্যাশনাল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
এ বিষয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রামপুরার ওই এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করতেই পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগামীকাল শনিবার সকাল ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে লালকার্ড প্রদর্শন কর্মসূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
৩৮ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪১ মিনিট আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে