মারুফ কিবরিয়া

ঢাকা: আগামী ২৩ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সরকার। ফলে ঈদে যারা বাড়ি গিয়েছিলেন তাদের আগের মতোই ঝক্কিঝামেলা করে ফিরতে হচ্ছে। ঈদের পরদিন থেকেই দক্ষিণাঞ্চলের মানুষ ভিড় করছেন ফেরিঘাটগুলোতে। লঞ্চ বন্ধ থাকায় চিত্রটা সেই ঈদের আগের মতোই। ভ্যাপসা গরমের মধ্যে ঘাটে মানুষের উপচে পড়া ভিড়। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি তোয়াক্কা না করেই কর্মস্থলে ফিরছেন মানুষ।
আজ রোববার সকালে মাওয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায় জনস্রোত। গণপরিবহন বন্ধ রেখে লকডাউনের মেয়াদ বাড়ানোয় চরম ক্ষুব্ধ রাজধানীতে ফিরতি যাত্রীরা।
করোনারে ভয় কইরা লাভ আছে? উপরে আল্লাহ আছে না? ঈদে বাড়ি থেকে ঢাকায় ফিরে এভাবেই বলেন আসিফ। জীবনের ঝুঁকি নিয়ে ঈদে ফেরিতে করে পদ্মা পার হয়ে বাড়ি গিয়েছিলেন আসিফের মতো অনেকে। আজ একইভাবে ফিরছেন তারা।
বরিশাল থেকে ফেরা আসিফ বলেন, কাল থেকে আবার লকডাউন। তাই চলে আসছি। কাজ কাম সব ঢাকায়। ঈদে মা–বাবার সাথে দেখা করতে গেছি। করোনার ঝুঁকির কথা বললে এই যুবক বলেন, ভয়ের কী আছে? উপরে আল্লাহ আছে না?
গণপরিবহন বন্ধ রাখায় মাদারীপুর থেকে আসা শামীমা আক্তার ক্ষুব্ধ। তিনি বলেন, সরকার লকডাউন দিয়া আরও বিপদ বাড়াইছে। গাড়িতে ভালোমতে যাইতে পারতাম। কিন্তু এখন এত মানুষের মধ্যে করোনা আরো বেশি ছড়াইবো। আমরা কী করুম? আমগো বাড়িঘর আছে। ঈদে না গেলে তো হয় না!
করোনা সংক্রমণ রোধে বারবার লকডাউন বর্ধিত করার নীতি নিয়ে যারপরনাই ক্ষুব্ধ। ফরিদপুর থেকে ফেরা দুলাল বলেন, করোনা আমাদের জন্যই। মরলেও আমরা মরমু। বাঁচলেও আমরা বাঁচমু। সরকারের কী আসে যায়!

ঢাকা: আগামী ২৩ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সরকার। ফলে ঈদে যারা বাড়ি গিয়েছিলেন তাদের আগের মতোই ঝক্কিঝামেলা করে ফিরতে হচ্ছে। ঈদের পরদিন থেকেই দক্ষিণাঞ্চলের মানুষ ভিড় করছেন ফেরিঘাটগুলোতে। লঞ্চ বন্ধ থাকায় চিত্রটা সেই ঈদের আগের মতোই। ভ্যাপসা গরমের মধ্যে ঘাটে মানুষের উপচে পড়া ভিড়। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি তোয়াক্কা না করেই কর্মস্থলে ফিরছেন মানুষ।
আজ রোববার সকালে মাওয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায় জনস্রোত। গণপরিবহন বন্ধ রেখে লকডাউনের মেয়াদ বাড়ানোয় চরম ক্ষুব্ধ রাজধানীতে ফিরতি যাত্রীরা।
করোনারে ভয় কইরা লাভ আছে? উপরে আল্লাহ আছে না? ঈদে বাড়ি থেকে ঢাকায় ফিরে এভাবেই বলেন আসিফ। জীবনের ঝুঁকি নিয়ে ঈদে ফেরিতে করে পদ্মা পার হয়ে বাড়ি গিয়েছিলেন আসিফের মতো অনেকে। আজ একইভাবে ফিরছেন তারা।
বরিশাল থেকে ফেরা আসিফ বলেন, কাল থেকে আবার লকডাউন। তাই চলে আসছি। কাজ কাম সব ঢাকায়। ঈদে মা–বাবার সাথে দেখা করতে গেছি। করোনার ঝুঁকির কথা বললে এই যুবক বলেন, ভয়ের কী আছে? উপরে আল্লাহ আছে না?
গণপরিবহন বন্ধ রাখায় মাদারীপুর থেকে আসা শামীমা আক্তার ক্ষুব্ধ। তিনি বলেন, সরকার লকডাউন দিয়া আরও বিপদ বাড়াইছে। গাড়িতে ভালোমতে যাইতে পারতাম। কিন্তু এখন এত মানুষের মধ্যে করোনা আরো বেশি ছড়াইবো। আমরা কী করুম? আমগো বাড়িঘর আছে। ঈদে না গেলে তো হয় না!
করোনা সংক্রমণ রোধে বারবার লকডাউন বর্ধিত করার নীতি নিয়ে যারপরনাই ক্ষুব্ধ। ফরিদপুর থেকে ফেরা দুলাল বলেন, করোনা আমাদের জন্যই। মরলেও আমরা মরমু। বাঁচলেও আমরা বাঁচমু। সরকারের কী আসে যায়!

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে